মানকাড হয়ে মাঠের মধ্যেই মধ্যমা দেখিয়েছিলেন। সেজন্য ক্ষমা চাইলেন এন জগদীশন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার গিলিসের ব্যাটার বললেন, ‘আমি যেꦬভাবে আচরণ করেছি, সে🌜টা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।’
শুক্রবার টুইটারে জগদীশন বলেন, ‘গতকালের ম্যাচে আমার অমার্জনীয় আচরণের জন্য সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি ক্রিকে𓆉টের জন্যই বেঁচে থেকেছি। সেইসঙ্গে স্পোর্টসম্যানশিপের বিষয়টিও শ্রদ্ধা করে এসেছি। তাই আমি যেভাবে আচরণ করেছি, সেটা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। খেলাধুলোয় উন্মাদনা বিষয়টা বরাবরই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে সঠিক দিকে কাজে লাগানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা করতে আমি ব্যর্থ হয়েছি।’
কী হয়েছিল ঘটনাটি?
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চিপক সুপার গিল💛ি। শুরুটা সেভাবে না হলেও সঞ্জয় যাদবের ৪৭ বলে অপরাজিত ৮৭ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছিল নেল্লাই। ৫০ বলে ৬২ রান করেছিলেন ওপেনার এল সূর্যপ্রকাশ। মাত্র ২৭ রানে তিন উইকেট পড়ে যাওযার পর দু'জনে চতুর্থ উইকেটে ১৩৩ রান যোগ করেছিলেন।
আরও পড়ুন: TNPL 2022: প্রথ♛ম ম্যাচেই মানকাডিং, আউট হয়ে মধ্যমা দেখালেন CSK তারকা: ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।