দাপটের সঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়ꦉা কাপ অভিযান শুরু ভারতের। আয়োজক আমিরশাহির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে বড় রানের ইনিংস গড়ল ভারতের যুব দল। সৌজন্যে, হরনূর সিংয়ের অনবদ্য শতরান ও যশ ধুলের অধিনায়কোচিত হাফ-স♌েঞ্চুরি। শেষবেলায় ঝোড়ো ব্যাটিংয়ে দলের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখেন রাজবর্ধন হাঙ্গার্গেকরও।
দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি ওভালে টস হেরে ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় আমিরশাহি।൩ ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার অংকৃষ রঘুবংশীর উইকেট হারিয়ে বসে ভারত। ১১ বলে ২ রান করে রান-আউট হন অংকৃষ।
তিন নম্বরে ব্যাট করতে নামা এসকে রশিদ ৩৫ রান করে সাজঘরে ফেরেন। যশকে সঙ্গে নিয়ে হরনূর তৃতীয় উইকেটের জুটিতে ১২০ রান যোগ করেন। হরনূর ইতিমধ্যে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩০ বলে ১২০ রান করে ক্রিজ ছাড়েন। খাতা খুলতে পারে🔴ননি নিশান্ত সিন্ধু।
ক্যাপ্টেন যশ ৪টি বাউন্ডার๊ির সাহায্যে ৬৮ বলে ৬৩ রান করে মাঠ ছাড়েন। রাজবর্ধন ৬টি চার ও ২টি ছক্কার🀅 সাহায্যে ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ৮ বলে ৬ রান করে নট-আউট থাকেন কৌশল তাম্বে। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।