একটি সহজ ক্যাচকে কী করে কঠিন করে তোলা যায়, দেখিয়ে দিলেন কৌশল তাম্বে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ব্রিটিশ ব্যাটসম্যান জেমস রিউয়ের দেওয়া সহজ ক্যাচ হাত থেকে ফেলেই দিয়েছিলেন কৌ🌞শল। পরে সেই ক্যাচই ডা🐬ইভ মেরে ধরেন তিনি। স্বস্তি পান বোলার রবি কুমার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৬১ রানে ৬ উইকেট হাℱরিয়ে বসেছিল ইংল্যান্ড। সেই সময়ে ব্রিটিশ ব্যাটসম্যান জেমস রিউ ১১৬ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। মাত্র ৫ রানের জন্য শতরান মিস করেন রিউ। রিউ আর জেমস সেলসের ৮৩ রানের পার্টনারশিপ ই♏ংল্যান্ডকে ৪৪.৫ ওভারে সম্মানজনক ১৮৯ রানে পৌঁছতে সাহায্য করে।
আর রবি কুমারের বলে সেই রিউ-এর সহজ ক্যাচ ধরতে গিয়েই ফস্কা গেরো হতে বসেছিল। কৌশল তাম্বের হাত থেকে বেরই হয়ে গিয়েছিল ক্যাচটি। শেষ পর্যন্ত কোন মতে ডাইভ মেরে ক্যাচটি তালুবন্দি করেন কৌশল। ছন্দে থাকা রিউ আউট হওয়ায় ভারতীয় শিবিরও স্বস্তি পায়। ইংল্যান্ডের ৪৪তম ওভারে ঘটনাটি ঘটেছিল। আর সেই ভিডিয়ো শেয়ার করে আইসিসি। আর আইসিসি কৌশল তাম্বের সেই ক্যাচ নিয়ে খাবি খাওয়ার ভিডিয়ো শেয়ার করার 𝓡সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় একেবারে হাসির রোল উঠেছে।
শনিবার বিশ্বকাপের ফা📖ইনালে রবি কুমার মোট ৪ উইকেট নেন। ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড ৪৪.৫ ওভারে ১৮৯রান করে অল আউট হয়ে যায়। রবির ৪ উইকেট ছাড়াও রাজ বাওয়া নিয়েছেন ৫ উইকেট। কৌশল তাম্বে ১ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে ফেলে ভারত। ৪ উইকেটে ম্যাচ জিতে ফের বিশ্ব চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। শেক রশিদ এবং নিশান্ত সিন্ধু ৫০ রান করে করেছেন। নিশান🐈্ত অবশ্য অপরাজিত ছিলেন। রাজ বাওয়া ৩৫ রান করেন। এই নিয়ে পঞ্চম বারের জন্য ভারত যুব বিশ্বকাপ জিতল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।