যুব বিশ্বকাপের ফাইনালের শেষে দলের খেলোয়াড়দের আচরণ দুর্ভাগ্যজনক ছিল বলে মন্তব্য করলেন বাংলা🥀দেশের অধিনায়ক আকবর আলি।
রবিবার পোচেফস্ট্রুমে প্রথম বিশ্বকাপ জয়ের পর প্রশংসা ছাপিয়ে অখ📖েলোয়াড়সুলভ আচরণের জন্য সমালোচনার মুখে পড়ন বাংলাদেশের কܫ্রিকেটার। ম্যাচের শেষের দিকে ক্যামেরার সামনেই বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম একাধিকবার আপত্তিকর মন্তব্য করেন। বাংলাদেশ জয়সূচক রান নেওয়ার পর আরও কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় উত্তেজিত আচরণ করতে থাকেন। বিরূপ মন্তব্য করেন। সেই সময় এক বাংলাদেশি খেলোয়াড়কে ঠেলে দেন একজন ভারতীয় খেলোয়াড়। অভিযোগ, বাংলাদেশের ওই খেলোয়াড় অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। তারপর অন্য খেলোয়াড়রাও ধাক্কাধাক্কি শুরু করেন। প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন : 'মাঠে প্রতিদ্বন্দ😼্বী,🌌 বাইরে বন্ধু', পন্টিং-লারাদের জার্সিতে সই সচিনের
সেজন্য অবশ্য পরে ঘুরিয়ে ক্ষমা চেয়ে নেন আকবর। তিনꦺি বলেন, 'আমাদের কয়েকজন বোলার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ওঁরা উত্তেজিত ছিলেন। ম্যাচের পরে যা হয়েছে, তা𓂃 দুর্ভাগ্যজনক। আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই।'
আরও পড়ুন : 'মাছ কখনও সাঁতার কাটতে ভুলে যায় না', সচিনেরꦗ চারে উদ্বেলিত সোশ্যাল মিডিয়া
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।