💜 ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট পেয়েছিল এক তরুণ তুর্কিকে। সেই তুর্কিই যে ভবিষ্যতে বড় বিস্ফোরণ ঘটাতে চলেছেন, সেটা নিয়ে আশাবাদী ছিল ক্রিকেট মহলও। নিষ্পাপ চেহারা, এক মাথা ভর্তি চুল, অথচ তাঁর আগ্রাসন ছিল প্রবল। ২০০৮-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তার আগেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন তিনি। দলকে চ্যাম্পিয়নও করেছিলেন কোহলি। স্বাভাবিক ভাবেই তখনই তিনি ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত মুখ।
🎃এর পর পার হয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তো বিরাট কোহলি বিশ্বের সেরা ক্রিকেটার। নিজেই অন্যদের আইডল। কিন্তু বিরাট কোহলির পছন্দের ক্রিকেটার কে জানেন? না, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো ভারতের কোনও তারকা ক্রিকেটার নন। বরং কোহলির পছন্দের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার তারকা। হার্শেল গিবস হলেন কোহলির ফেভারিট ক্রিকেটার।
♏২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আইসিসি-রই একটি ভিডিয়ো সাক্ষাৎকারে কোহলি নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, হার্শেল গিবসই তাঁর প্রিয় ক্রিকেটার। যদিও সে সময়ে অনেকেই আশা করেছিলেন, কোহলি হয়তো মাস্টার ব্লাস্টার সন তেন্ডুলকার বা তাঁর শৈশবের নায়ক রাহুল দ্রাবিড়কে বেছে নেবেন। কিন্তু সে রকমটা হয়নি।
൩সেই পুরনো ভিডিয়োটি হঠাৎ করেই ভাইরাল হয়েছে। সেখানেই কোহলিকে নিজের প্রিয় ক্রিকেটারের নাম বলতে শোনা গিয়েছে।
༒বিরাট কোহলি এই মুহূর্তে আইপিএলে মনোনিবেশ করতে চাইবেন। এই বছর আবার তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কও নন। ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার পাশাপাশি আইপিএল দলের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন। কোহলি এখন শুধু ব্যাটার হিসেবে ক্রিকেটটা উপভোগ করতে চান। দেখার, এই বছর নেতৃত্বে বোঝা কাঁধ থেকে নামানোর পর কোহলি আইপিএকেমন পারফরম্যান্স করেন!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।