করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্✱ধে প্রথম টেস্টে দারুণ শুরু করেছে পাকিস্তান। প্রথম দিনেই ব্যাটিংয়ে কিউয়ি বোলারদের পরীক্ষার সামনে দাঁড় করিয়েদিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের বোলারদের তিনি অনেক চাপের মধ্যে রেখেছেন। টেস্টের প্রথম দিনে ১৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর আজম। পাক অধিনায়ক বাবর আজম ২৭৭ বল মোকাবেলা করতে গিয়ে ১৫টি চার ও একটি ছক্কা মারেন। এদিকে, একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের স্টাইলে সেলিব্রেশন করতে দেখা গিয়ে꧑ছে।
আরও পড়ুন… রাহুল-ধাওয়ানের পরিবর্ত খুঁজে পেয়েছে ভারত! কে হবে রোহিতের ওপেনিং জুটি? উত্তর🎀 দিলেন ব্রেট লি
বাবর আজম ব্যাট করতে নামার সময় বিপাকে পড়ে পাকিস্তান দল। মাত্র ৪৮ রানে তিনটি বড় উইকেট হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক তাঁর ব্যাটিং দিয়ে সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়ান। চাপের মধ্যে থাকা পাকিস্তান দলকে সামাল দেন💦 এবং খেলেন চমৎকার একটি ইনিংস। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমে▨দও। তাঁর সঙ্গে ১৯৬ রানের জুটি গড়ে দলকে সমস্যা থেকে মুক্ত করেন বাবর আজম।
এদিকে সবচেয়ে মজার ব্যাপার ছিল বাবর আজম তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে ভিন্ন স্টাইলে হাজির হন এবং ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর বীরেন্দ্র সেহওয়াগের মতো হেলমেট খুলে বাঁ হাতে ধরে ব্যাটটি ডান হাত দিয়ে তুলে ধরেন। এভাবেই বাবর আজম নি🎉জের টেস্ট সেঞ্চুরিটি সেলিব্রেশন করেন। যা দেখে নেটিজেনদের বীরেন্দ্র সেহওয়াগের কথা মনে পড়ে যায়। তারা বাবরের সঙ্গে বীরুর মিল খুঁজে পান এবং তারপর থ💛েকেই সোশ্যাল মিডিয়াতে বাবর আজমের সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হতে থাকে।
আরও পড়ুন… ওয়🌺ার্নের মৃত্যুর পরে MCG-তে প্রথম টেস্ট, কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য ক্রিকেটার-দর্শকদের
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের খেলা প্রথম টেস্ট ম্যাচের সেঞ্চুরিটি ছক্কা মেরে করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবাজ আজম যখন ৯৭ রানে ব্যাট করছিলেন, তিনি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগের স্টাইলে ছক্কা মেরে তাঁর টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটি সম্পূর্ণ করেছিলেন। ১৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন বাবর আজম। ব্যাট করতে নেমে তিনি শুধু পাকিস্তানের ইনিংসকে সামলেছেন সেটা নয়, তিনি এদিন অনেক রেকর্ডও নিজের নামে করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্🥀ডার ইয়ারে অধিনায়ক হিসেবে🌼 রিকি পন্টিংয়ের সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ড এদিন ভেঙে দিয়েছেন বাবর আজম।
করাচিতে অনুষ্ঠিত প্রথম টেস্টের কথা বলতে গেলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। বাবর আজমের অপরাজিত সেঞ্চুরি এবং সরফরাজ আহমেদের দুর্দান্ত ৮৬ রানে প্রথম দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তান স্কোর বোর্ডে তুলেছে ৩১৭ রান। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ꦑব্রেসওয়েল এবং ꧋বাঁহাতি স্পিনার আইজাজ প্যাটেল শিকার করেছেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন পেসার টিম সাউদি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।