বর্তমানে ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেট। যেখানে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার আর্শদীপ সিং। এই সময়ে, তিনি ইংল্যান্ডের ঘরের দল কেন্টের হয়ে নিজের কাউন্টির অভিষেক ম্যাচ খেলছেন। আর্শদীপ সিং তাঁর প্রথম ম্যাচেই সারের বিরুদ্ধে মারাত্মক বোলিং করেছিলেন। নিজের গতি𒁏তে ইংলিশ বোলারদের উইকেট উড়িয়ে দিয়েছেন তিনি। এই ম্যাচে সারের অভিজ্ঞ ব্যাটসম্যান জেমি স্মিথের স্টাম্প ছিটকে দিয়েছিলেন এই তরুণ ভারতীয় বোলার। যার ভিডিয়ো বর্তমানে সোশ্য়াল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… রোজগারের অনেক উপায় আছে- পান মশলার বিজ্ঞাপনে সেহও🍎য়াগ-গাভাসকরকে দেখে চটলেন গম্ভীর
টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার🎉 আর্শদীপ সিং তাঁর মারাত্মক বোলিং-এর জন্য পরিচিত। তিনি আবারও প্রমাণ করলেন যে তাকে হাল্কাভাবে নেওয়া যাবে না। ইংল্যান্ডের মাটিতে নিজের বোলিংকে বুঝিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের হুঁশ উড়িয়ে দিয়েছিলেন তিনি। কꦏাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচ খেলা হচ্ছে কেন্ট এবং সারের মধ্যে। যেখানে আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে, তিনি সেঞ্চুরিয়ান জেমি স্মিথের দিকে দুরন্ত গতিতে বল ছুড়ে দেন এবং তার উইকেট ছিটকে দেন এবং হাওয়ায় উড়িয়ে দেন। আর্শদীপের বলে আউট হওয়ার সময়ে স্মিথ আউট হওয়ার সময়ে তাঁর উইকেটটি কয়েক ফুট দূরে ছিটকে যায়। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ফের ধাক্কা খেল নিউজিল্যান্ড! ভারতে ভালো খেলা অলরাউন্ডার ছিটকে গ💫েলেন 🧔২০২৩ বিশ্বকাপ থেকে
আরও পড়ুন… ভিডিয়ো: না বোল্ড, না রান আউট, না ক্যাচ, কাউন্টি চ্যাম্পিয়নশিপে অদ্ভুতভাবে আউ🐬ট হলেন লুই কিম্বার
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলার আর্শদীপ সিং প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করে গভীর ছাপ রেখেছিলেন। প্রথম ই🎀নিংসে ১৪.২ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। যেখানে দ্বিতীয় ইনিংসে তিনি তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১৬ ওভার বল করেছিলেন। এ সময় তিনি ৪৮ রানে ১টি উইকেট নেন। দুই ইনিংসের উইকেট মিলিয়ে এখন পর্যন💫্ত তার খাতায় রয়েছে ৩ উইকেট। ম্যাচের কথা বললে, এই খেলায় টস জিতে কেন্ট প্রথমে ব্যাট করতে নেমেছিল। প্রথম ইনিংসে কেন্ট ৩০১ রানে গুটিয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে সারে তোলে ১৪৫ রান। এরপরে দ্বিতীয় ইনিংসে কেন্ট স্কোর বোর্ডে ৩৪৪ রান তোলে। এর জবাবে তিন উইকেট হারিয়ে এখনও সারে তুলেছে ২৬৩ রান। এখনও পর্যন্ত ২৩৮ রানে পিছিয়ে রয়েছে সারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।