অ্যাসেজের প্রথম টেস্টেই অজি বোলারদের দাপটে একেবারে চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। মাত্র ১৪৭ রানে🌳ই অল আউট হয়ে গিয়েছে তারা। আর বল হাতে প্রথমে ঝড় তুলেছি🤡লেন মিচেল স্টার্ক। প্রথম বলেই বোল্ড করেন রোরি বার্নসকে। আর স্টার্কের সেই বিদ্যুৎগতির বল নিয়ে নেটপাড়ায় একেবারে আলোড়ন পড়ে গিয়েছে।
আলোড়ন পড়বে নাই বা কেন, স্টার্কের ১৪২ কিলোমিটার বেগে পিচ অফ ডেলিভারি দেখে একেবারে মুগ্ধ ক্রিܫকেট বিশ্ব। দ্রুত গতিতে আসা মিচেল স্টার্কের বলটি বু🐈ঝেই উঠতে পারেননি বাঁ-হাতি ব্রিটিশ ওপেনার। তিনি শাফল করে অফস্টাম্পের দিকে সরে গেলে, বলটির আর হদিশ পাননি। সরাসরি লেগস্টাম্পে গিয়ে লাগে বলটি। বোল্ড হন বার্নস। প্রথম বলেই শূন্য রানে ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে যায়।
মিচেল স্টার্কের ডেলিভারির এই ভিডিয়োটি রীতিমতো ভাইরাল🍃 হয়েছে। এমন অসাধারণ ডেলিভারি সচারাচর দেখাও যায় না।
রোরি বার্নসের উইকেট হারানোর পরই আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড। মাত্র ১১ রানে তারা তিন উইকে🔜ট হারিয়ে বসে থাকে। আর মাত্র ১৪৭ রানে অল আউট꧑ হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান জস বাটলারের। তিনি ৩৯ রান করেছেন। অলি পপ করেছেন ৩৫ রান। হাসিব হামিদ ২৫ এবং ক্রিস ওকস ২১ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। মিচেল স্টার্ক ২টি উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স ৫ উইকেট তুলে নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। জস হ্যাজেলউড নিয়েছেন ২টি উইকেট। ক্যামেরন গ্রিন নিয়েছেন ১টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।