একটিও ম্যাচ নাജ খেলিয়েই বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের স্কোয়াড থেকে বাদ পড়ার পরে প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত শতরান করলেন প্রথম সিং। মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের মোকাবিলা করে রেলওয়েজকে পৌঁছে দেন বড় রানের লক্ষ্যে।
গতবার আইপিএলের মেগা নিলাম থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে রেলওয়𝔍েজের টপ অর্ডার ব্যাটসম্যানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ত🧜ারা ঘুরিয়ে ফিরিয়ে মোট ২১ জন ক্রিকেটারকে মাঠে নামায় আইপিএল ২০২২-তে। তবে শিকে ছেঁড়েনি প্রথম সিংয়ের ভাগ্যে। তাঁকে একটিও ম্যাচে মাঠে নামায়নি কেকেআর।
এবছর আইপিএলেল মিনি নিলামের আগে প্রথম সিংকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় নাইট রাইডার্স। নাইট স্কোয়াড থেকে বাদ পড়ার পরে বুধবারই প্রথমবার মাঠে নামেন প্রথম সিং। প্রথম ম🔯্যাচেই অনবদ্য শতরান করেন তিন🅷ি।
আরও পড়ুন:- IPL Re♒ten��tion: ছেড়ে দিচ্ছে, জানানোর সৌজন্য দেখায়নি লখনউ, অভিযোগ ভারতীয় তারকার
রেলওয়েজের হয়ে বিজয় হাজারে ট্রফির প্𒊎রথম পাঁচ ম্যাচে মাঠে নামেননি প্রথম। তবে মুম্বইয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে তাঁকে মাঠে নামায়🅺 রেলওয়েজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১০৮ বলের আত্মবিশ্বাসী ইনিংসে বাঁ-হাতি তারকা ৮টি চার ও ৬টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- বিদায় বেলায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্তা মন ছোঁবে ম্যান ইউ সম💦র্থဣকদের, কী লিখলেন CR7?
মুম্ব💦ইয়ের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রেলওয়েজ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। প্রথম🌜ের শতরান ছাড়া ৯২ রান করেন মহম্মদ সইফ। ৪৭ রান করে আউট হন বিবেক সিং। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন করণ শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।