শুভব্রত মুখার্জি: দীর্ঘ সময় ভারতীয় দলের হয়ে খেলছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ব্যাট হাতে একটা সময় কার্যত গোটা দলকে টেনে নিয়ে গিয়েছেন। চাপের মধ্যে পড়েও মাথা ঠাণ্ডা রেখে কীভাবে ইনিংস সাজাতে হয় তা বারবার দেখিয়ে দিয়েছেন তিনি। এবার সেই কথাই শোনা গেল জাতীয় দলে তার সতীর্থ ঋষভ পন্তের গলাতে। অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা ভারতীয় তারকা পন্ত জানিয়ে দিলেন চাপের পরিস্থিতির মধ্যে দিয়ে কিভাবে যেতে হবে তা বিꦯরাট কোহলির থেকে শিক্ষণীয়।
আইসিসির টি-২০ বিশ্বকাপ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্ত বলেছেন 'ও (বিরাট) তোমাকে শিখিয়ে দিতে পারে চাপের পরিস্থিতির মধ্যে দিয়ে কিভাবে যেতে হয়। যা তোমাকে তোমার ক্রিকেটীয় সফরে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এটাই বলতে পারি যে ওর সঙ্গে ব্যাট করতে পারাটাই খুব ভালো একটা বিষয়। এতটা অভিজ্ঞতা সম্পন্ন একজনের সঙ্গে ব্যাট করতে পারাটা সবসময় একটা বড় ব্যাপার। কারণ ও তোমাকে গোটা ইনিংসট🏅া সঙ্গে করে নিয়ে যেতে পারে। প্রতি বলেই কি করে কঠিন পরিস্থিতিতে ও রান করা যেতে পারে তার পথ দেখাতে পারে।'
পন্ত গতবারের বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে জানিয়েছেন 'আমার এখনও মনে রয়েছে আমি এক ওভারে হাসান আলিকে দুটি ছয় মারি। আমরা রানরেটটাকে বাড়ানোর দিকে লক্ষ্য দিয়েছিলাম। কারণ আমরা প্রথমেই বেশ কয়েকটি উইকেট হারিয়েছিলাম। আমরা একটা পার্টনারশিপ গড়ে তুলি। আমি আর বিরাট মিলে সেই পার্টনারশিপটা গড়ে তুলি। রান রেট বাড়ানোর লক্ষ্যে হাসানকে দুটি ছয় মারি এক ওভারে। যার মধ্যে একটি শট আমি একহাতে মেরেছিলাম।' পাক ম্যাচের অভ𝓡িজ্ঞতা নিয়ে পন্তের বক্তব্য 'পাকিস্তানের সঙ্গে খেলাটা সবসময় স্পেশাল। এই ম্যাচ নিয়ে আলাদাই উত্তেজনা থাকে। আমরা ছাড়াও দর্শকদের অনেক আবেগ জড়িয়ে থাকে। একটা আলাদাই পরিবেশ তৈরি হয়। আপনি যখন মাঠে নামেন তখন দেখতে পান গ্যালারি থেকে মানুষ আপনার জন্য গলা ফাটাচ্ছেন। আমি যখন সেই পরিবেশে জাতীয় সঙ্গীত গাই তখন আমার গায়ে কাঁটা দেয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।