নিজের সেরা ফর্মের ভিডিয়ো নিয়ে কাঁটাছেড়া করেছিলেন। কী সমস্যাটা হচ্ছে, তা বোঝার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং আগে যেভাবে ক্রিজে গিয়ে খেলতেন, সেভাবেই খেলে যাচ্ছিলেন। শেষপর্যন্ত দৃষ্টিভঙ্গির পরিবর্তনেই আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের ꩲখরা কেটেছে। জানালেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে ম্যাচের পর বিরাট বলেন, ‘আমায় অনেকে অনেক পরামর্শ দিয়েছেন। আমায় প্রচুর উপদেশ দেওয়া হয়েছে। কেউ বলছিলেন, এটা ভুল করছি। কেউ বলেছিলেন, ওটা ভুল করছি। আমার কেཧরিয়ারের সেরা সময়ের সব ভিডিয়ো দেখেছিলাম। শুরুতে যেভাবে নড়াচড়া করতাম, সেভাব✱েই করছিলাম। কোনও বল খেলব কীভাবে, সেই ভাবনাচিন্তাও এক ছিল। কিন্তু আমার মাথার ভিতরে কী চলছিল, আমি কাউকে বোঝাতে পারছিলাম না।’
ভারতের প্রাক্তন♏ অধিনায়ক আরও বলেন, 'দিনের শেষে ব্যক্তি হিসেবে আপনি 𝓡জানেন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, নিজের পথ ধরে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে। লোকজনের বিভিন্ন মত তো থাকবেই। কিন্তু আপনার ঠিক কী মনে হচ্ছে, সেটা তাঁরা কখনও বুঝতে পারবেন না। গত কয়েক মাসে আমি বেশ আলাদাভাবে পুরো বিষয়টা অনুভব করেছি। সেই সময়ের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। ক্রিকেটে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন ছিল।'
আরও পড়ুন: Virat Kohli's 10 Records: এক সেঞ্চুরিতেই ১০টি নজির গড়লেন কোহলি, চোখ রাখ𒉰ুন তালিকায়
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত শতরান কর🍷েন বিরাট। অর্থাৎ ১,০২০ দিন/২ বছর ৯ মাস ১৬ দিন/১৪৫ সপ্তাহ ৫ দিন/৩৩ মাস ১৬ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফের বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি আসে। সেইসময়ের মধ্যে বিরাট যে একেবারে ছন্দে ছিলেন না, তা নয়। তবে নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সেই তুলনায় ‘অফ-ফর্মে’ ছিলেন। একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ রান করলেও শতরান আসছিল নꩵা। অবশেষে বৃহস্পতিবার শতরান করেছেন বিরাট। যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ৭১ তম শতরান এবং আন্তর্জাতি টি-টোয়েন্টিতে প্রথম শতরান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।