রোহিত শর্মার চোট গুরুতর নয়। বেঙ্গালুরু ম্যাচের আগেই তিনি ফিট উঠবে বলে আশাপ্রকাশ করলেন অধিনায়ক বিরাট কোহলি। যা সিরিজ ফয়সালার ম্যাচের আগে ভারতের কাছে স্বস্তি বয়ে 💜আনল।
গতকাল সিরিজের মরণবাঁচন ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান ꧃রোহিত। অস্ট্রেলি♏য়ার ইনিংসের ৪৩ তম ওভারে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে রোহিতের বাঁ-কাঁধে চোট লাগে। কাঁধ চেপে মাটিতে শুয়ে পড়েন তিনি। এমনকী বলও ছুড়তে পারেননি। ফিজিয়োর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান রোহিত।
তা দেখে শঙ্কিত হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। সিরিজ ফয়সালার ম্যাচে রোহিত 🅺খেলতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয় সংশয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট জানান, রোহিতের চোট গুরুতর নয়। বিরাটের কথায়, 'রোহিতের সঙ্গে কিছুটা কথা হয়েছে। বাঁ-কাঁ🌄ধে আগেও কয়েকবার চোট লেগেছে রোহিতের। তবে পেশি ছেঁড়েনি। গুরুতর নয় বিষয় নয় কোনও। আশা করি, পরের ম্যাচে ও খেলতে পারবে।'
ভারতীয় দল সূত্রে খবর, ফিজিয়োথেরাপিস্ট রোহিতের চোট পরীক্ষা করে দেখছেন। সিরিজ নিষ্পত্তির ম্যাচে রোহিত খেলবেন কিনা, সে বিষয়ে ম্যা🥀চের দিন সকালেই সিদ্ধান্ত নেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।