ছক্কার ঝড় তুলে আইপিএল মাতিয়েছেন ক'দিন আগেই। সেই রেশ কাটতে না 💖কাটতেই ফের লিয়াম লিভিংস্টোনের ছক্কায় মোহিত ক্রিকেটপ্রেমীরা।
লিভিংস্টোনের আইপিএল দল পঞ্জাব কিংস প্লে-অফে উঠতে পারেননি। ফলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শেষ হওয়ার আগেই দ♑েশে ফিরতে হয় ব্রিটিশ তারকাকে। দেশে ফিরে বিশেষ সময় নষ্ট করেননি তিনি। শুক্রবারই নেমে পড়েন ভাইটালিটি টি-২০ ব্লাস্টে। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচেই সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংস খেলেন লিভ💃িংস্টোন।
ওল্ড ট্র্যাফোর্ডে ২টি চ🌃ার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন লিভিংস্টোন। মাত্র ১টি ছক্কা মারলেও সেটিতেই মুগ্ধ ব্রিটিশ ক্♔রিকেটমহল। কেননা, লিভিংস্টোনের ছক্কায় বল চলে যায় স্টেডিয়ামের বাইরে।
🧸ম্যাচটি শেষমেশ উত্তেজক টাইয়ে শেষ হয়। প্রথমে ব্যাট করে ল্যাঙ্কাশায়ার ৭ উইকেটে ১৮৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইয়র্কশায়ার ৫ উইকেটে ১৮৩🦹 রানেই আটকে যায়। দু'দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয় নিজেদের মধ্যে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতানো টিম ডেভিড ল্যাঙ্কাশায়ারের হয়ে ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৫ ൲রান করেন। ইয়র্কশায়ারের হয়ে জো রুট মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- T20-তে চেনা মেজাজে🐻 রিজওয়ান, সাসে💎ক্সের হয়ে পরপর দু'টি ম্যাচে হাফ-সেঞ্চুরি পাক তারকার
উল্লেখ্য, লিভিংস্টোন পঞ্জাব কিংসের হয়ে আইপিএলের ১৪ ম্যাচে মাঠে নেমে ৪৩৭ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক🐷্কা মারেন। আইপিএল ২০২২-এর দীর্ঘতম ১১৭ মিটারের ছক্কাটিও এসেছে লিভিংস্টোনের ব্যাট থেকেই। তাছা🥀ড়া আইপিএল মরশুমের ১০০০তম ছক্কাটিও হাঁকান লিয়াম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।