ভিভিএস লক্ষ্মণ ফের ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরে আসছেন। আসন্ন জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন লক্ষ্মণ। জানা গিয়েছে, দ্রাবিড়কেও বিশ্র﷽াম দেওয়া হচ্ছে এই সিরিজে।
ক্রিকবাজের রিপোর্ট, লক্ষ্মণের সঙ্গে যোগ দেবেন সাইরাজ বাহুতুলে এবং হৃষিকেশ কানিতকার। এই তিন জন কোচই এই বছরের জুন-জুলাইতে যুক্তরাজ্য সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের 𒈔প্রস্তুতি নিয়ে দ্রাবিড় ব্যস্ত থাকায়, লক্ষ্মণ আয়ারল্যান্ডের বিরুদ্🐎ধে দু'টি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডে দু'টি প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের কোচ ছিলেন।
আরও পড়ুন: Asia Cup-এ ভারতের বিরুদ্ধে কি ৩-০ করতে পারবে পাকিস্তান?🐟 অপ্রত্যাশিত উত্তর বাবরের
ইংল্যান্ড💜ের বিরুদ্ধে প্রথম টি-টোয়ে𓄧ন্টিতেও দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং লক্ষ্মণ টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলেরও কোচ ছিলেন। দ্বিতীয় ম্যাচ থেকেই অবশ্য দায়িত্ব নেন দ্রাবিড়। লক্ষ্মণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরও (এনসিএ) প্রধান।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে আমাদের অন্য চাপ থাকে- প্রেসার বাড়ানোর খেলা শুরু করলেন বাবর আℱজম?
মজার ব্যাপার হল, কেএল রাহুল হবেন চতুর্থ অধিনায়ক, যাঁর সঙ্গে লক্ষ্মণ এখনও পর্যন্ত স্বল্প মেয়াদে জাতীয় দলের কোচিং করাতে এসে কাজ করতে চলেছেন। প্রসঙ্গত, হার্দিক পাণ্ডিয়া আয়া📖রল্যান্ডের বি🅠রুদ্ধে দু'টি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দীনেশ কার্তিক দু'টি প্রস্তুতি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত।
প্রথমে শিখর ধাওয়ানকেই জিম্বাবোয়ে সফরের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তবে রাহুল বৃহস্পতিবার (১১ অগস্ট) ফিটনেস টেস্টে পাস করার ফলে জিম্বাবোয়ে সফরের দলে ঢুকে পড়েন। এবং তাঁকেই নেতা হিসে♐বে নির্বাচন করে সহ-অধিনায়ক করা হয় শিখর ধাওয়ানকে।
১৮, ২০ এবং ২২ অগস্ট তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা র⛄য়েছে। সবগুলো ম্যাচই হার🌊ারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। রাহুল, দীপক হুডা এবং আবেশ খান জিম্বাবোয়ে সফরের পর সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবেন। কারণ তাঁদের এশিয়া কাপের দলে রাখা হয়েছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ২৭ অগস্ট শুরু হবে। ২৮ অগস্ট ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।