শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকꦛেটে প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কের টানাপোড়েন সবসময়ই চলতে থাকে। জনসমক্ষেও একে অপরকে কটাক্ষ করার ঘটনা নতুন নয়। জনসমক্ষে কাঁদা ছোঁড়াছুঁড়ি থেকে একে অপরকে ছোট করে দেখানো বাদ যায় না কোনও কিছুই। এবারও এমন এক অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়লেন দেশের ইতিহাসে দুই কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপজয়ী ওয়াসিম আক্রম জনসমক্ষে কার্যত চাঁচাছোলা ভাবে আক্রমণ শানিয়ে বসলেন অপর বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আক্রম, রামিজ রাজার অপসারণের বিষয়টি নিয়ে প্রথমবার মুখও খুলেছেন তিনি। ওয়াসিমকে প্রশ্ন ❀করা হয় 'পাকিস্তান ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন এসেছে। আপনি তো নাজম শেঠিকে নিয়ে কথা বলেছিলেন। রামিজ রাজাকেও সরিয়ে দেওয়া হয়েছে....'। এই জায়গাতেই সাংবাদিককে থামিয়ে দেন ওয়াসিম আক্রম। তিনি প্রশ্ন করে বসেন 'কে?' তারপরেই সাংবাদিক প্রশ্ন করে বসেন 'পিসিবির চেয়ারম্যান হিসেবে রামিজ রাজাকে আপনি কেমনভাবে পর্যালোচনা করবেন?' এর উত্তরে ওয়াসিমের স্পষ্ট জবাব 'দেখুন এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাই না। ও তো মাত্র ছয় দিনের জন্য এসেছিল! এখন ফের আবার ওঁর জায়গায় ফিরে গিয়েছে। নাজম শেঠির অভিজ্ঞতা রয়েছে। বিষয়টা তো এমন নয় যে শুধু ক্রিকেটারদেরকেই পিসিবির চেয়ারম্যান হতে হবে! আপনাকে ভালো প্রশাসক হতে হবে। ভালো বলিয়ে, কইয়ে হতে হবে। নাজম শেঠি সাহেব এইসব বিষয়ে খুব ভালো।'
গত কয়েক সপ্তাহে পিসিবিতে একাধিক পরিবর্তন করা হয়েছে। এসেছে প্রশাসনিক পদে পরিবর্তন। রামিজ রাজাকে অপসারণ করার পরে পিসিবি প্রধানের দায়িত্বে এসেছেন নাজম শেঠি। নতুন ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। শাহিদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। এই মাসেই হারুন রশিদকে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচক প্রধানের। এই ঘটনার পরবর্তীতে একাধিকবার রামিজ রাজা ♔বিষয়টি নিয়🃏ে মুখ খুলেছেন। যেভাবে তাঁকে অপমান করে অপসারণ করা হয়েছিল তা নিয়েও মুখ খুলেছিলেন। তাঁর একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন বিতর্কিত বিষয়তেও মুখ খুলেছিলেন রাজা। জাস্টিস কাইয়ামের ম্যাচ গড়াপেটা বিষয়ক রিপোর্টে নাম থাকার কারণে ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তির উপরও নিষেধাজ্ঞা চাপানোর কথা ভেবেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।