ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ইনিংস সহ ১৪১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই ম্যাচে ভারতের ব🌠্যাটিং থেকে বোলিং বিভাগ, সবাই ভালো করেছে। প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে একাই গুঁড়িয়ে দেন টেস্ট ক্রিকেটের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি নেন পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসেও এর থেকে বেশি সাতটি উইকেট নে🧸ন তিনি। ব্যাট হাতে যশস্বী জসওয়াল তাঁর অভিষেক টেস্টে দুর্দান্ত ১৭১ রান করে রাজত্ব চালান ক্যারিবিয়ানদের উপর। তবে বোলারদের ওপর বেশ চাপ পড়ছে বলে মেনে নিয়েছেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।
এই বছরের ক্রিকেট ক্যালেন্ডারে এশিয়া কাপের পাশাপাশি ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপও রয়েছে। তার আগে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলবে ভারত। ঠিক পরেই অক্টোবরে বিশ্বকাপ শুরু হবে। তারপরে এই বছরের ডিসেম্বরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরও রয়েছে। শুক্রবার রাতে সেই সফরের দিনဣক্ষণ ও স্থান ঘোষণা করা হয়ছে। এই দীর্ঘ ঠাসা ক্রীড়সূচি বোলারদের ওপর গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন ভারতের বোলিং কোচ।
তিনি আরও জানান যে এই সময় জুড়ে ভারত জসপ্রীত বুমরাহকে ভীষণভাবে মিস করেছে। এছাড়াও দলের অন্দরে বোলারদের কাজের চাপ নিয়ে আলোচনা হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পর সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, 'বোলারদের ইন🐻জুরি এবং কাজের চাপ একটা বড় উদ্বেগের বিষয়। কে সাদা বলের ক্রিকেটে খেলবে আর কে লাল বলের ক্রিকেট খেলবে সেই বিষয়ে আমরা কিছু ঠিক করি না। তবে বোলারদের বিশ্রাম দিতে হবে সেটাই আমাদের এখন মূল বিষয়। বোলারদের এই বিশ্রাম আমাদের রিজার্ভ বেঞ্চকেও অনেক শক্তিশালী করে তুলবে বলে মনে করি। যদি গত দেড় বছরে ভারতীয় দলের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাবে সেই সময়কালে আমরা বুমরাহকে পাইনি। চোটের জন্য ও নেই। এটাই বড় চিন্তার বিষয়। যাতে নতুন করে কোনও বোলারের এমন পরিস্থিতি না হয়, সেই দিকে নজর দিচ্ছি।'
ভারতীয় দলের বোলিং কোচ জানান, যে এই বছর দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বোলারদের ওয়ার্কলোড পরিকল্পনা♑ করা টিম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ কাজ। এই বিষয় তিনি বলেন, 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা নিয়ে আমরা গত কয়েক বছর ধরে কাজ করছি। এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অধিনায়ক এবং দলের বাকিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।