দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ জুন থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েক জন সিনিয়রকে বিশ্রাম দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট ক🎉োহলি এবং জসপ্রীত বুমরাহকে প্রোটিয়াদের বিরুদ্ধে♑ বিশ্রাম দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা এই সিরিজের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে। অনেকেই মনে করেছিলেন, ভা💙রতও একই কাজ করবে। কꦉিন্তু ভারতীয় দলে সিনিয়রদের বিশ্রাম দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।
প্রথম টি-টোয়েন্টির আগ♒ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে রাহুল দ্রাবিড় ব্যাখ্যা করেছেন যে, বড় খেলোয়াড়রা যারা তিনটি ফরম্যাটেই খেলে তাদের কিꦯছুটা বিশ্রাম নেওয়া কেন গুরুত্বপূর্ণ।
আরও প💙ড়ুন: ICC Test Ra💎nkings-এ কোহলি দশে গড়াগড়ি খাচ্ছেন, আর নেতৃত্ব ছেড়ে দুইয়ে উঠলেন রুট
আরও🌜 পড়ুন: সচিনের বিশ্ব রেকর্ড ভাঙার লোক চল🧸ে এসেছেন- বড় দাবি প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের
দ্রাবিড়ের মতে, ‘এটা মোটেও কঠিন কিছু নয়। আমরা (রোহিত এবং আমি) যোগাযোগ রাখছি। রোহিত আমাদের সব ফরম্যাটেই খেলে। এবং সব কিছু আশা করা অবাস্তব।🍬 (সমস্ত ফরম্যাটের প্লেয়ার) প্রতিটি সিরিজের জন্য উপলব্ধ থাকবে না।’
দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই থেকে শুরু হওয়া একমাত্র টেস্টের বিষয়েও আলোকপাত করেছেন। তিনি 🎀মনে করেন যে, বিশ্রামে থাকার ফলে এই গুরুত্বপূর্🐻ণ ম্যাচের জন্য খেলোয়াড়রা সতেজ থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।