🌃 দুইবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী অ্যাসাইনমেন্ট হল অস্ট্রেলিয়া সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে ক্যারিবিয়ান দলটিকে। এই টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দল ঘোষণা করেছে। এই দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকার ছেলে। এই দলে সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপলের ছেলেকেও বেছে নেওয়া হয়েছে।
🌞ওয়েস্ট ইন্ডিজ দলকে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পার্থে এবং ৮থেকে ১২ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে। এই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেল শনিবার অর্থাৎ ২৯ অক্টোবর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। টেস্ট দলে ফিরেছেন শামারহ ব্রুকস ও রোস্টন চেজ।
আরও পড়ুন… ꦿICC T20 WC 2022-র পরেই নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত, বাবরকে প্রাক্তনীদের বড় পরামর্শ
💧ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার তেজনারিন চন্দ্রপল। এই ক্রিকেটারের নাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেল। দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘আমাদের একটি কোর গ্রুপ আছে যারা টেস্ট দলের অংশ ছিল এবং ভালো করেছে। আমরা এই বছর ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে দুটি সিরিজ খেলেছি এবং দুটিই জিতেছি। আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলছি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে ভালো করার চেষ্টা করব।’
💯টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বাধিক রান সংগ্রাহক হলেন শিবনারায়ণ চন্দ্রপল। তাঁর ছেলেও বাংলাদেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হয়ে ব্রেথওয়েটের সঙ্গে ওপেন করে থাকেন জন ক্যাম্বেল। কিন্তু ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় চার বছরের জন্য নির্বাসিত হতে হয়েছে ক্যাম্বেলকে। তাঁর জায়গায় নামবেন তেজনারিন চন্দ্রপল।
আরও পড়ুন… 💃কারা উঠবে সেমিতে? কিউয়িদের জয়ের পরে জমে উঠেছে T20 WC 2022-র Super 12-এর গ্রুপ 1
দেখে নিন ওয়েস্ট ইন্ডিজ দলটি কেমন হয়েছে-
𝓰ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামারহ ব্রুকস, তেজনারিন চন্দ্রপল, রোস্টন চেজ, জোশুয়া ডাসিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইলি মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, র্যামন রেইফার, কেমার রোচ, সেমার রোচ। ডেভন টমাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।