শুভব্রত মুখার্জি: আইপিএলের অন্যতম সফলতম ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন সুরেশ রায়না এবং অম্বাতি রাইডু। আইপিএলে ঘটা অন্যতম এক গুরুত্বপূর্ণ ঘটনার কথা এবার সামনে আনল🔴েন বাম হাতি প্রাক্তন ভারতীয় ব্যাটার সুরেশ রায়না। চার বারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে একটা ম্যাচে একসঙ্গে ব্যাট করছিলেন দুই তারকা রায়না এবং রাইডু। ম্যাচ✅ে দুরন্ত ফর্মে ছিলেন রাইডু। মাত্র ৩৭ বলে ৭৯ রানে ব্যাট করছিলেন তিনি। সেই সময়েই রায়নার কারণেই রান আউট হতে হয়েছিল রাইডুকে। আর রান আউট হয়ে যাওয়ার পরে রায়নাকে কী বলেছিলেন রাইডু এবার সেই কথাই খোলসা করলেন সুরেশ রায়না।
আরও পড়ুন… জাড্ডুর ছিটকে যাওয়া বা রাইডুর টুইট-পর্দার পিছনে CSK-র গল্প জটি𝔉ল, দাবি মঞ্জরেকরের
২০১৮ সালে আইপিএলে প্রত্যাবর্তন ঘটে সিএসকের। দুই বছর নির্বাসনে থাকার পরে ফিরে এসেই তারা সে বারের শিরোপা জিতে নেয় তারা। সেই মরশুমেই গ্রুপের একটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ দলের বিরুদ্ধে খেলছিল সিএসকে। সেই ম্যাচেই ৩৭ বলে ৭৯ রান করেন রাইডু। সেই ম্যাচেই রায়নার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রায়াডু রান আউ🌳ট হয়ে যান। তবে রেগে যাওয়ার বদলে রাইডু, রায়নার কাছে এগিয়ে এসে ‘অন্য’ কথাই বলেছিলেন। সেই কথাই এবার প্রকাশ্যে আনলেন রাইডু। জিও সিনেমার এক অনুষ্ঠানে এ♒ই কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন… IPL 2023 উদ্বোধনী ম্যাচের আগে বলিউডের গ♋্ল্যামার, জানুন মঞ্চ মাতাবেন কারা?
সুরেশ রায়না জানান, ‘অম্বাতি রাইডু যখন আমাদের দলে (সিএসকে) আসে তখন আমি বেশ ভালো অনুভব করেছিলাম।🀅 কারণ ওঁর সঙ্গে আমি ২০০২ আর মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) এর সঙ্গে আমি ২০০৫ থেকে একসঙ্গে খেলছি। ফলে আমাদের দুজনের বেশ সুসম্পর্ক ছিল। রাইডু মাঝে মাঝে ওপেন করত। আর আমি তিন নম্বরে ব্যাট করতাম। ওই মরশুমে (২০১৮) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত একটি ইনিংস খেলে রাইডু। বিশেষ করে রশিদ খানের বিরুদ্ধে খুব ভালো ব্যাটিং করে। এরপর আমি একটা ভুল করে বসি। ফলে ওঁকে রান আউট হয়ে যেতে হয়। যতদূর মনে পড়ে ও ২৫-২৬ বলে ৭০ রানে ব্যাট করছিল। রাইডু আমার কাছে আসে এবং বলে এখন তোমাকেই কিন্তু রান করতে হবে। রান আউটটা একেবারে ভুলে যাও। আমি মনে করেছিলাম আমিই ওঁকে রান আউট করিয়েছি। ভুলটা আমার। তবে ও বলে সবকিছু মাথা থেকে সরিয়ে দাও। এবার তোমাকে বড় ইনিংস খেলতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।