মেয়েদের টিমের নতুন কোচ হিসেবে সাক্ষাৎকার নেওয়ার তালিকায় ডব্লিউ ভি রমনের নাম ছিল। তিনি ꦜইন্টারভিউ দিয়েছেনও। কিন্তু🐟 তাঁর বদলে মেয়েদের টিমের দায়িত্ব তুলে দেওয়া হল মিতালি রাজদেরই প্রাক্তন কোচ রমেশ পাওয়ারের হাতে। কিন্তু কেন রমনকে সরানো হল? তাঁর হাতেই তো শেষ প্রায় আড়াই বছর মেয়েদের দায়িত্ব ছিল। তবে কেন তাঁকে পুনরায় নির্বাচিত করা হল না? এর কতকগুলি কারণ চৌম্বকে উঠে এসেছে।
এক) মেয়েদের টিমের ব্যর্থতাই এর মূল কারণ।
দুই) রমনের কোচিংয়ে সম্প্রতি ঘরের﷽ মাঠে দক্ষিণ মাঠে ভারত ৫ ম্যাচের একদিনের সিরিজ ১-৪ হেরেছে। এবং ৩𒁏 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ১-২-এ।
তিন) ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েরা ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গিয়েছি꧅ল।
চার) গত অক্টোবর মাসে চুক্তি শেষ গ🔯েলেও করোনা পরিস্থিতিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ পর্যন্ত তাঁকে কাজ করে যেতে বলা হয়েছিল। ওই সিরিজে খারাপ ফল হওয়ায় মূলত সরে যেতে হল রামনকে।
পাঁচ) মেয়েদের টিমে পরিবর্ত🐼ন দরকার ছিল বলে মনে কর🐻েছে বিসিসিআই। সে কারণেই রমনকে সরানো হল।
২০১৮ সালের ডিসেম্বরে রমেশ পাওয়ারের থেকে দায়িত্ব নিয়ে রমনকে দেওয়া হয়েছিল। রমেশ পাওয়ারের বিরুদ্ধে কার্যত বিদ্🔯রোহ ঘোষণা করেছিলেন মিতালি রꦏাজ। যে কারণে পাওয়ারকে সরিয়ে দেয় বিসিসিআই। মজার বিষয় হল, সেই রমেশ পাওয়ারের হাতেই আবার মিতালিদের দায়িত্ব তুলে দেওয়া হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।