কী অবিশ্বাস্য মিল! এরকমও কখনও হতে পারে? ৬৭ বছরের ব্যবধানে স্যামি গুলিয়েন এবং লোগান ভ্যান বিক যে ইতিহাস গড়েছেন, তা দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। কারণ ১৯৫৬ সালে ওয়েস্ট ইন্ডিজ♚ের শেষ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধ𒊎ে নিউজল্যান্ডের প্রথম জয় এনে দিয়েছিলেন গুলিয়েন। যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়েও খেলেছিলেন। আর ৬৭ বছর পর নেদারল্যান্ডসের জার্সি পরে ঠিক সেই কাজটাই করলেন গুলিয়েনের নাতি লোগান। ২০২৩ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের প্রাথমিক রাউন্ডের ম্যাচে সুপার ওভারে ক্যারিবিয়ানদের শেষ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেদারল্যান্ডসের প্রথম জয় ছিনিয়ে আনলেন তিনি।
মঙ্গলবার হারারেতে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের সেই চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন ক্রিকেট পরিসংখ্যানবিদ কৌস্তুভ গুডিপাটি। আর যে ম্যাচের পর সেই চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন কৌস্তুভ, সেই ম্যাচটা একেবারে রোমাঞ্চকর ছিল। ♕টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৭৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেটে ব্র্যান্🦋ডন কিং এবং জনসন চার্লস ১০১ রানের যে জুটি গড়েন, তাতে ভর করেই বিধ্বংসী ইনিংস খেলেন নিকোলাস পুরান।
যে সময় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের গ্রাফ একেবারে তলানিতে ঠেকেছে, সেই💦সময় একা কুম্ভ হয়ে লড়াই করা পুরান মঙ্গলবার একটা ভালো সুযোগ পেয়ে হাতছাড়া করেননি। মাত্র ৬৫ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটার। ন'টি চার এবং ছ'টি ছক্কা মারেন। শেষের দিকে ২৫ বলে ৪৬ রান করে যান কিমো পল। তাঁদের সৌজন্যে নেদারল্যান্ডসের উপর রানের বিশাল বোঝা চাপায় ওয়েস্ট ইন্ডিজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।