দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ꦛমাত্র আড়াই দিনেই ইনিংসে পরাজিত হয় ওয়েসဣ্ট ইন্ডিজ। তবে আগের টেস্টের স্মৃতি ভুলে দাপুটে বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কিছুটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাহিনী।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে শুরুতেই বিপাকে পড়ে প্রোটিয়া দল। ওপেনার এইডেন মার্করামকে শূন্য রানে নিজের প্রথম ওভারের তিন নম্বর বলেই সাজ🌱ঘরে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। জয়ডেন সিলস তু﷽লে নেন কিগান পিটারসেনের (৭) উইকেট। ভ্যান ডার দাসেনের ভুল নির্ণয়ে তাঁর উইকেট ছিটকে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে গভীর বিপাকে ফেলেন কেমার রোচ। লাঞ্চের প্রোটিয়া দলের স্কোর দাঁড়ায় ৪৪/৩।
তবে অধিনায়কোচিত দৃঢ়তায় ম্যাচে ফিরে আসার লড়াই শুরু করেন ডিন এলগার। কাইল ভেরাইনের (২৭) সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেট যোগ করেন মোট ৮৭ রান। ভেরাইন সাজঘরে ফিরলে ফর্মে থাকা কুইন্টন ডি'কক ফের ক্রিজে নেমে আক্রমনাত্মক মেজাজে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে দাপুটে অর্ধশতরান কর🍨েন। দিনের শেষে তিনি অপরাজিত রয়🔯েছেন ব্যক্তিগত ৫৯ রানে। দক্ষিণ আফ্রিকার মোট স্কোর ২১৮ রান পাঁচ উইকেটের বিনিময়ে।
তবে লড়াকু ৭৭ রানের ইনিংস খেলে কাইল মায়ের্সের শিকার হন বাঁ-হাতি ওপেনার এলগার। প্রথম সেশন সম্পূর্ণরূপে গ্যাব্রিয়েলরা (৪৭/২) দাপট দেখালেও পরের দুই সে♏শনে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচে ফিরে আসে প্রোটিয়া শিবির। তবে দিনের শেষে ক🧜িছুটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।