প্রথম ইনিংসে লুঙ্গি এনগিদি ও এনরিখ নরকিয়ার দাপটে শতরানের গন্ডিও টপকাতে পারেনি ওয়েস্ট ইন্🔯ডিজ। জবাবে কুইন্টন ডি'ককের দাপটে শতরানের সুবাদে ৩২২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
২০১৯ সালের পর লাল বলের ক্রিকেটে প্রথম ও কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন প্রোটিয়া উইকেটকিপার- ব্যাটসম্যান ডি'কক। ১২টি চার ও সাতটি ছক্কার সুবাদে ১৭০ বল ব্যক্তিগত ১৪১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর পাশাপাশি ওপেনার এইডেন ম্যাকরাম ৬০ রান করেন। জেসন হোল্ডার নেন চারটি ও নিজের টেস্ট𒊎 অভিষেকে জেইডন সিলস তিনটি উইকেট পান।
২২৫ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপাকে পরে ক্যারিবিয়ান দল। দ্রুত অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট (৭) এবং ♒অপর ওপেনার কাইরেন পাওয়েলকে (১৪) সাজঘরে ফিরত পাঠান কাগিসো রাবাদা। নরকিয়া শাই হোপ (১২) এবং কাইল মায়ের্স (৯)-র উইকেট তুলে নেওয়ায়, মাত্র ৫১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওইন্ডিজ বাহিনী। তবে দিনের শেষে রোস্টন চেস (২১) ও ব্ল্যাকউড (১০) -র ৩১ রানের অপরাজিত পার্টনারশিপের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের ৮২ রানের মাথায় দ্বিতীয় দিনের পরিসমাপ্ত ঘটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।