শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে জেসন হোল্ডার নিয়েছেন ৩টি উইকেট। পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও তিনি দখল করেন সাকুল্যে ৩ উইকেট। এবার সিংহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতেই বল হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব খোয়ানো জেসন। মূলত তাঁর দাপুটে বোলিংয়ের সুবাদেই শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে অল🌳্প রানে গুটিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।
নর্থ সাউন্ডের ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জেতে ওয়েস্ট ইন্ডিজ। তারা প্রথমে ব্যাট করাꦯর আমন্ত্রণ জানায় সফরকারী সিংহলিদের। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬৯.৪ ওভারে অল-আউট হয়ে যায় মাত্র ১৬৯ রানে।
করুণারত্নে ১২, থিরিমানে ৭০, ওশাদা ফার্নান্ডো ৪, চণ্𝕴ডীমল ৪, ধনঞ্জয়া ডি'সিলভা ১৩, পাথুম নিসঙ্কা ৯, নিরশন ডিকওয়েলা ৩২, লাকমল ৩, চামিরা ২ ও এম্বুদেনিয়া ৩ রান করে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন বিশ্ব ফার্নান্ডো।
হোল্ডার ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন কেমার 🦩রোচ। ২৫ রানে ১ উইকেট কর্নওয়🃏ালের।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের শেষে বিন🌠া উইকেটে ১৩ রান তুলেছে। ক🐻্রেগ ব্রাথওয়েট ৩ ও জন ক্যাম্পবেল ৭ রান করে অপরাজিত রয়েছেন।
সুতরাং, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আগে তিন ফর্ম্যাটেই উইকেটের মধ্য🅘ে রয়েছেন জে𒁏সন হোল্ডার, যা তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদকে আত্মিবশ্বাস জোগাবে নিশ্চিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।