প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে যাও⛄য়ার পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে পালটা আঘাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚত হানে শ্রীলঙ্কা। এক্ষেত্রে বল হাতে ক্যারিবিয়ান ইনিংসকে ভাঙার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লাকমল। যদিও প্রথম টেস্টের প্রথম ইনিংসের নিরিখে ইতিমধ্যেই বড়সড় একটা লিড হাতে পেয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
নর্থ সাউন্ডের ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৬৯ রানে অল-আউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে🅷 ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান দল প্রথম দি✤নের শেষে বিনা উইকেটে ১৩ রান তোলে।
তার পর থেকে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ২৬৮ রান তুলে। ক্রেগ ব্রাথওয়েট ৩, ক্যাম্পবেল ৪২, বোনার ৩১, মায়ের্স ৪৫, ব্ল্যাকউড 💫২, হোল্ডার ১৯, জোশুয়া ৪৬ ও জোসেফ ০ রানে আউট হন। কর্নওয়াল ৬০ ও রোচ ৪ রানে অপরাজিত রয়েছেন।
লাকমল ৪৫ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। চামিরা নেন ৭১ রানে ২ উইকেট✱। ৬৪ রানে ১টি উইকেট নিয়েছেন এম্বুলদেনিয়া।
তার পর থেকে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে🌳র খেলা শেষ করে ৮ উইকেটে ২৬৮ রান তুলে। ক্রেগ ব্রাথওয়েট ৩, ক্যাম্পবেল ৪২, বোনার ৩১, মায়ের্স ৪৫, ব্ল্যাকউড ২, হোল্ডার ১৯, জোশুয়া ৪৬ ও জোসেফ ০ রানে আউট হন। কর💧্নওয়াল ৬০ ও রোচ ৪ রানে অপরাজিত রয়েছেন।
ল🤡াকমল ৪৫ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। চামিরা নেন ৭১ꦕ রানে ২ উইকেট। ৬৪ রানে ১টি উইকেট নিয়েছেন এম্বুলদেনিয়া।|#+|
সুতরাং, এখনই ব্রাথওয়েটরা এগিয়ে রয়েছেন ৯৯ রানে। বাকি ২ উইকেটে আরও কিছু রান যোগ করতে পারলে শ্রীলঙ্কাকে কোণঠাসা করতে অসুবিধা হবে𒆙 না ওয়েস্ট ইন্ডিজের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।