ইতিমধ্যেই আইপিএলের গ্রুপ পর্ব শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার (২৪ মে) থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। তবে তার আগেই সোমবার (২৩ মে) শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। তিন দলের টুর্নামেন্টে প্রথম ম্যাচেই স্মৃতি মন্ধনার ট্রেলব্লেজার্সের মুখোমুখি হরমনপ্রীত 💧কউরের সুপারনোভাস।
গত বছর করোনা পরিস্থিতিতে আইপিএল হলেও মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজন করতে পারেনি বিসিসিআই। তবে এ বছর আবার আগের মতোই তিন দল নিয়ে আয়োজিত হবে টুর্নামেন্টটি। স্মৃতি, হরমনপ্রীতের পাশাপাশি তৃতীয় দল ভেলোসিটির অধিনায়িকার ভূমিকা পালন করবে🔥ন দীপ্তি শর্মা। গোটা টুর্নামেন্টটি পুণের এমিএ স্টেডিয়ামে খেলা হবে। এক নজরে দেখে নিন সেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, স্কোয়াড।
ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের পূর্ণাঙ্গ সূচি:-
ট্রেলব্লেজার্স বনাম সুপার🍌নোভাস, এমসিএ স্টেডিয়াম, পুণে, ২৩ মে, সন্ধ্যা ৭.৩০টা
সুপারনোভাস🐭 বনাম ভেল♊োসিটি, এমসিএ স্টেডিয়াম, ২৪ মে, দুপুর ৩.৩০টে
ভেলোসিটি𝓀 বনাম ট্রেলব্লেজার্স, এমসিএ স্𓆉টেডিয়াম, পুণে, ২৬ মে, সন্ধ্যা ৭.৩০টা
ফাইনাল, এমসিএ স্টেড🦂িয়াম, পুণে, ২৮ মে, 🌺সন্ধ্যা ৭.৩০টা
তিনটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:-
সুপারনোভাস:-
হরমনপ্রীত কউর (অধিনায়িকা),তানিয়া ভাটিয়া, অ্যালানা কিং,আয়ুষ সোনি, ভি চান্দু, দিয়েন্দ্রা ডটিন, হারলিন কউর, মেঘনা সিং,মনিকা প্যাটেল,মুসকান মালিক,পূজা বস্ত্রকার, প্রিয়া পুনিয়া, রাশি কান꧟োজিয়া, সোফি একেলস্টোন, সুন লাস, মানসি যোশী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।