ক'দিন আগেই অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের আসরে চমকপ্রদ ক্রিকেট উপহার দেয় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে সুপার সিক্স রাউন্ড পর্যন্ত বাংলাদেশের মেয়েরা দাপুটে ক্রিকেট খেলেন। যদিও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তবে প্র🃏শংসিত হয় তাদের লড়াই।
সপ্তাহ দু'য়েকের মধ্যে সেই দক্ষিণ আফ্রিকাতেই বসছে বড়দের ট🍨ি-২০ বিশ্বকাপের আসর। যদিও এবার মহিলা টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চেই জোর ধাক্কা খেতে হল বাংলাদেশকে। প্রথম অনুশীলন ম্যাচে পাকিস্তানের কাছে অতি সহজেই হার মানে তারা।
কেপ টাউনে টস জিতে শুরুতে ব্যাট করার সিদꦰ্ধান্ত নেয় বাংলাদেশ। ঠুকঠুকে ব্যাটিংয়ে কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকে নিজেদের ইনিংস 🍨শেষ করে তারা। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০১ রান তোলে।
দলের হয়ে সব থেকে বেশি ৩৬ রান করেন শামিমা সুলতানা। যদিও ৪১টি বল খরচ করেন তিনি। মারেন ৩টি চার। এছাড়া সালমা খাতুন ১০ বলে ৮, সোভানা ২১ ♊বলে ১৮, নিগার সুলতানা ১৮ বলে ১৫, স্বর্ণা আক্তার ৭ বলে ৩, রুমনা আহমেদ ১৩ বলে ღ৬, ঋতু মনি ৫ বলে ৩, নাহিদা আক্তার ৪ বলে ৬ ও মুর্শিদা খাতুন ১ বলে ২ রান করেন।
পাকিস্তানের হয়ে নিদা দার ১২ রানে ২টি উইকেট নেন। ১৯ রানে ২টি উইকেট নেন নাশরা সান্ধু। এছাড়া ১টি করে উইকেট দখল করেন সাদিয়া ইকবাল, আইমন আনো൩য়ার ও তুবা হাসান। উইকেট পাননি ফতিমা সানা।
জবাবে ব্যাট করꦰতে নেমে পাকিস্তান ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্🎶যাচ জেতে পাকিস্তান।
আরও পড়ু𝓀ন:- SA20: পয়েন্টে উড়ন্ত ক্যাচ ধ♕রে জন্টি-পন্টিংদের স্মৃতি ফেরালেন নিশাম- ভিডিয়ো
নিদা দার ব্যাট হাতেও নজর কাড়েন। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৪ রান করে নট-আউট থাকেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ২০ রান করে নট-আউট থাকেন আয়েশা নাসিম।💖 এছাড়া ৩৩ বলে ২৪ রান করেন ক্যাপ্টেন মারুফ। ১৭ বলে ১২ রান করেন জাভেরিয়া খান। ৪ বলে ১ রান করেন সিদরা আমিন। ১৫ বলে ৯ রান করেন মুনিবা আলি।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ২টি উইকেট নেন মারুফা আক্তা𒅌র। ৬ রান খরচꦺ করে ২টি উইকেট সংগ্রহ করেন রুমনা আহমেদ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।