ঘটল না কোনও অঘটন। প্রত্যাশা মতোই মহি💧লা টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তান পরাজিত হয় ইংল্যান্ডের কাছে। সেই সঙ্গে নির্ধারিত হয়ে বি-গ্রুপের ক্রমতালিকা ও সেমিফাইনালের সূচি।
পাকিস্তান অভাবনীয় ব্যবধানে শেষ ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ আশা ছিল ভারতের। তবে নিদা দাররা হেরে বসায় ജইংল্যান্ড বি-গ্রুপের ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে পৌঁছয়।🍌
নিয়ম মতো এ-গ্রুপের এক নম্বর দল সেমিফাইনালে মাঠে নামবে বি-গ্রুপের ২ নম্বর দলের বিরুদ্ধে। বি-গ্রুপের এক নম্বর দল সেমিফাইনাল খেলবে এ-গ্রুপের ২ নম্বর দলের বিরুদ্ধে। ভারত বি-গ্রুপের ২ নম্বর দল হওয়ায় শেষ চারে তা൲রা মাঠে নামবে এ-গ্রুপের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড অপর সেমিফাইনালে মুখোমুখি হবে এ-গ্রপের ২ নম্বর দলের (নিউজিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার)।
বি-গ্রুপের সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল:-১. ইংল্যান্ড: ৪ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট +২.৮৬০)২. ভারত: ৪ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +০.২৫৩)৩. ওয়েস্ট ইন্ডিজ: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.৬০১)৪. পাকিস্তান: ৪ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট -০.৭০৩)৫. আয়ারল্যান্ড: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -১.৮১৪𒐪)
মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি:-
ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ফলাফল:-কেপ টাউনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্🐽ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ড্যানি ওয়াট ও ন্যাট সিভার। ওয়াট ৩৩ বলে ৫৯ রান করেন। সিভার ৪০ বলে ৮১ রান করে নট-আউট থাকেন।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উই꧋কেটের বিনিময়ে ৯৯ রানে আটকে যায়। তুবা হাসান ২৮ রান করেন। ইংল্যান্ড ১১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। উল্লেখযোগ্য বিষয় হল, মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।