ꦕকমনও🦹য়েলথ গেমসে দাপটে সঙ্গে সোনা জিতে নিয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। আর সেই ধারাই তাঁরা বজায় রেখেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও। সাত্ত্বিক এবং চিরাগ জুটি পৌঁছে গিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। সেই সঙ্গে পদক নিশ্চিত করে তারা ইতিহাস লিখে ফেলেছে।
ভারতের প্রথম পুরুষ ডাবলস জুটি হিসেবে 🐓বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিক করেছেন সাত্ত্বিক এবং চিরাগ। তারকা ভারতীয় জুটি ২৪-২২, ১৫-২১, ২১-১৪-তে বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের ২ নম্বর জাপানের তাকুরো হকি এবং ইউগো কোবায়শি জুটিকে ছিটকে দিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে।
আরও পড়ুন: World Championship-এ লক্ষ্যকে হারালেন প♈্রণয়, হারলেন সাইনা, শেষ আটে সাত্ত্বি🐎ক-চিরাগ
বিশ্বের ৭ নম্বর ভারতীয় জুটি এই মাসের শু🙈রুতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সোনা জিতেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে সাত্ত্বিক-চিরাগ জুটি এক ঘন্টা ১৫ মিনিট সময় নেয়। দুরন্ত লড়াই করে এই জুটি। সেই সঙ্গে ভারত প্রথম বারের মতো পুরুষদের ডাবলসে পদক নিশ্চিত করে ফেলল।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ভারতের ১৩তম পদক। একই সঙ্গে ডাবলসে দ্বিতীয় বার পদকꦰ আসছে ভারতে। এর আগে ২০১১ সালে মহিলাদের ডাবলসে জ্বলা গুট্টা এবং অশ্বিনী পোনাপ্পা জুটি প্রথম বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে পদক পে🅰য়েছিল। আর এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত্ত্বিক-চিরাগ পদক নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গোড়ালির হাড🌸়ে চিড়, যার জেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই ছিটকে ⛄গেলেন সিন্ধু
তবে ভারতীয় জুটি🥀র লড়াইটা মোটেও সহজ ছিল না। হাড্ডাহাড্ডি লড়াই করেই শেষ হাসি হাসে ভারতীয় জুটি। প্রথম গেম জিততেই বেশ বেগ পেতে হয় সাত্ত্বিক-চিরাগকে। ২৪-২২ প্রথম গেম জিতলেও দ্বিতীয় গেমে পা পিছলে যায় তাঁদের। ১৫-২১ হেরে বসে থাকে। তবে তৃতীয় গেমে ফেরে তাঁরা ঘুরে দাঁডꦍ়ান। ২১-১৪ জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে ওঠে ভারতীয় জুটি।
এর আগে পুরুষদের ডাবলসে এমআর অর্জুন এবং ধ্রুব কপিলার অভিযান✨ কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায়। তাঁরা তিন বারের স্বর্ণপদক জয়ী জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানের ক🎀াছে পরাজিত হন। মাত্র ৩০ মিনিটের কম সময়ের মধ্যে তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটির কাছে ৮-২১, ১৪-২১-এ উড়ে গিয়েছে ভারতের এমআর অর্জুন এবং ধ্রভ কপিলা জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।