শুভব্রত মুখার্জি:- টেবিল টেনিসে সাম্প্রতিক সময়ে ভারতের সবথেকে বড় তারকা নিঃসন্দেহে মনিকা বাত্রা। একাধিক বড় বড় টুর্নামেন্টে দেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। সেই ধারা তিনি বজায় 🗹রাখলেন। দুরন্ত ফর্ম ধরে রাখলেন তিনি। বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে ভারতের জয়ে নিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে ভারতের সময়টা বেশ ভালো যাচ্ছে। কয়েকদিন আগেই এই টুর্নামেন্টে নৈহাটির মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা চিনা প্রতিপক্ষকে হারিয়ে চমক দিয়েছিলেন। এবার সেই ধারা বজায় রেখেই ভারত হারিয়ে দিল হাঙ্গেরিকে। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্যাডলার মনিকা বাত্রা।
ভারতের মহিলা দলের কাছে হারতে হল হাঙ্গেরিকে। ম্যাচে টানটান লড়াই হল দুই পক্ষের। অবশেষে ৩-২ ফলে ভারত হারিয়ে দিল হাঙ্গেরꦓিকে। তবে ভারতের মহিলা দল জিতলেও ভাগ্য ভালো গেল না পুরুষ𓆏 দলের। নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে তারা হারল পোল্যান্ডের কাছে। খেলার ফল ভারতের বিরুদ্ধে ১-৩ । মনিকা গত টাইতে তাঁর দুটি সিঙ্গেলস ম্যাচেই হেরেছিলেন। ভারতীয় দল বড়সড় আপসেট ঘটানোর দোড়গোড়ায় ছিল। চিনের বিরুদ্ধে এগিয়ে গিয়ে ও যদিও ওই টাইতে ভারতকে হারতে হয়েছিল ২-৩ ফলে। মনিকা বাত্রা তাঁর দুটি সিঙ্গেলস ম্যাচের একটিতে জিতলেই ভারত টাই জিতে নিত।
তবে হাঙ্গেরির বিরু🦋দ্ধে সেই ভুল করেননি মনিকা বাত্রা। ওপেনিং সিঙ্গেলস ম্যাচে ভারতের ৩৬ বছর বয়সী তারকা প্যাডলার মনিকা বাত্রা মুখোমুখি হয়েছিলেন ডোরা মাদারাসের। সেই ম্যাচে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হল তাঁকে। খেলার ফল মনিকার পক্ষে ৮-১১,১১-৫,১২-১০,৮-১১ এবং ১১-৪। এরপর হাঙ্গেরির হয়ে টাইতে সমতা ফেরান জর্জিনা প🐽োতা। তিনি শ্রীজা আকুলাকে হারিয়ে দেন ১১-৩,১১-৭,৯-১১,৯-১১ এবং ১১-৮ ফলে। ভারতকে টাইতে এগিয়ে দেন ঐহিকা মুখোপাধ্যায়। বার্নাডেট বালিন্টকে তিনি হারিয়ে দেন ৭-১১,১১-৬,১১-৭,১১-৮ ফলে।
চতুর্থ সিঙ্গেলস ম্যাচে শ্রীজা আকুলাকে ফের হারিয়ে দিয়ে সমতা ফেরান মাদারাস। তিনি ১১-৪,১১-৬,৫-১১,১১-৭ ফলে ম্যাচ জিতে টাইতে সমতা ফেরান। টাই নির্ধারণী ম্যাচে মনিকা বাত্রা হারিয়ে দেন পোতাকে। খেলার ফল মনিকার পক্ষে ১১-৫,১৪-১২,১৩-১১। ফলে টাই ৩-২ ফলে জেতে ভারত। ভারত পরবর্তীতে গ্রুপ ম্যাচে স্পেন এব🍌ং উজবেকিস্তানের বিꩵরুদ্ধে খেলবে। এই গ্রুপের শীর্ষে চিন শেষ করবে বলেই আশা। কারণ তারা নিজেদের গ্রুপ ম্যাচের তিনটি খেলে তিনটিতেই জয় পেয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।