কলম্বিয়🧔ার ট্র্যাকে আগুন ঝরালেন ভারতীয় অ্যাথলিটরা। জুনিয়র এশিয়ান রেকর্ড গড়ে বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যা🅠থলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪*৪০০ মিটার মিক্সড রিলে রেসে রুপো জিতল ভারত। মাত্র ০.০৭ সেকেন্ডের জন্য সোনা অধরা থেকে গেল ভরত শ্রীধর, প্রিয়া মোহন, কপিল এবং রূপাল চৌধুরীদের।
গত বছর (২০২১ সাল) কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিশ্ব অনূ🍌⛎র্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪*৪০০ মিটার মিক্সড রিলে রেসে ব্রোঞ্জ জিতেছিল ভারত। যে দলে ছিলেন শ্রীধর, প্রিয়া এবং কপিলও। ওইবারের সংস্করণে প্রথমবার ৪*৪০০ মিটার রিলে রেস🦩 অন্তর্ভুক্ত হয়েছিল। দ্বিতীয়বার সেই প্রতিযোগিতায় পদকের রং আরও উজ্জ্বল করেছে ভারত।
আরও পড়ুন: CWG 2022 Day 6: সꦡেমিতে জায়গা করে নেওয়ার যুদ্ধ হরমনদের, নজরে লভলিনা, নিখাত, হকি
এবার ৪*৪০০ মিটার মিক্সড রিলে রেসের শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন শ্রীধর, প্রিয়ারা। ৩ মিনিট ১৯.৬২ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হিসেবে ফাইনালে ওঠেন। প্রথম স্থানে ছিল আমেরিকা। ফাইনালে দু'দলের অ্যাথলিটরা নিজেদের ছাপিয়ে যান। শেষপর্যন্ত ৩ মিনিট ১৭.৭৬ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জেতেন শ্রীধররা। ভারতের থেকে মাত্র ০.০৭ সেকেন্ড আগে শেষ করেছে আমেরিকা (৩ মিনিট ১৭.৬৯ সেকেন্ড)। মার্কি🐻ন অ্যাথলিটরা বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের🌟 রেকর্ড ভেঙে দিয়েছেন। ভারতের পিছনে তিন নম্বরে শেষ করেছে জামাইকা (৩ মিনিট ১৯.৯৮ সেকেন্ড)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।