কখনও বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আ𝐆বার কখনও তাঁকে ডিনার করতে দেখা গিয়েছে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় কখনও অশ্বিনের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন, আবার কখনও রশিদ খানের বাড়ি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ইংল্যান্ডের তারকౠা ক্রিকেটার ড্যানি ওয়াটের কেরিয়ার রেকর্ড মোটেও মন্দ নয়। তা সত্ত্বেও উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে দল পেলেন না তিনি।
নিলামে অবিক্রিত থাকেন বেশ কয়েকজন আন্তর্জাত🌌িক তারকা। সুজি বেটস, অ্যালানা কিং, চামারি আতাꦗপাত্তুর মতো ক্রিকেটাররাও দল পাননি নিলামে। দেখে নেওয়া যাক নিলামে অবিক্রিত থাকা তারকা ক্রিকেটারদের তালিকা।
উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটার, যাঁরা দল পাননি নিলামে:-
১. মেঘনা সিং (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৫০ লক্ষ।
২. প্রিয়া পুনিয়া (ব্যাটার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
৩. পুণম রউত (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
৪. মোনা মেশ্রাম (ব্যাটার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
৫. ভারতী ফুলমালি (ব্যাটার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
৬. সুকন্যা পরিদা (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
৭. সিমরন বাহাদুল (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
৮. বেদা কৃষ্ণমূর্তী (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
৯. স্বাগতিকা রথ (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১০. থিরুশ কামিনি (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১১. গৌহর সুলতানা (বোলার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১২. একতা বিস্ট (বোলার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৩. হৃষিতা বসু (উইকেটকিপার)- বেস প্রাইস ১০ লক্ষ।
১৪. অর্চনা দেবী (অল-রাউন্ডার)- বেস প্রাইস ১০ লক্ষ।
১৫. মন্নত কাশ্যপ (অল-রাউন্ডার)- বেস প্রাইস ১০ লক্ষ।
১৬. সৌমিয়া তিওয়ারি (অল-রাউন্ডার)- বেস প্রাইস ১০ লক্ষ।
১৭. গঙ্গাদি তৃষা (অল-রাউন্ডার)- বেস প্রাইস ১০ লক্ষ।
১৮. সোনিয়া মেন্ধিয়া (অল-রাউন্ডার)- বেস প্রাইস ১০ লক্ষ।
১৯. অনুজা পাতিল (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
২০. সোনি যাদব (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
উল্লেখযোগ্য বিদেশী ক্রিকেটার, যাঁরা দল পাননি নিলামে:-
১. ড্যানি ওয়াট (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৫০ লক্ষ।
২. সিনোলা জাফতা (উইকেটকিপার)- বেস প্রাইস ৫০ লক্ষ।
৩. ক্যাথেরিন ব্রান্ট (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৫০ লক্ষ।
৪. লরিন ফিরি (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৫০ লক্ষ।
৫. অ্যামি জোনস (উইকেটকিপার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
৬. অ্যালানা কিং (বোলার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
৭. সালমা খাতুন (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
৮. মিগনন ডু'প্রীজ (ব্যাটার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
৯. লিজেল লি (উইকেটকিপার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
১০. রুমনা আহমেদ (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
১১. স্টেফানি টেলর (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৪০ লক্ষ।
১২. সুজি বেটস (ব্যাটার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৩. ট্যামি বিউমন্ট (ব্যাটার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৪. তাজমিন ব্রিটস (ব্যাটার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৫. লরা উলভার্ট (ব্যাটার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৬. চামারি আতাপাত্তু (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৭. সুনে লুস (অল-রাউন্ডার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৮. জাহানারা আলম (বোলার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
১৯. আয়াবঙ্গা খাকা (বোলার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
২০. নিꦬগার সুলতানা (উইকেটকিপার)- বেস প্রাইস ৩০ লক্ষ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।