উ🍃ইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড গড়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্জ। লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি সমানভাবে নজর দিয়েছে ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের দিকে। দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্যর মতো ভারতীয় অল-রাউন্ডারের পিছনে তার൩া প্রচুর টাকা খরচ করে। সেই সঙ্গে বড় অঙ্কে দলে নেয় সোফি একলেস্টন, তালিয়া ম্যাকগ্রার মতো বিদেশি তারকাদের।
ওয়ারিয়র্জের ভারতীয় ক্রিকেটারদের পুলে নজর দিলে স্পষ্ট বোঝা যাবে যে, ইউপি ভবিষ্যতের কথা মাথায় রেখেই দল গড়েছে। কেননা অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের একাধিক ক্𓃲রিকেটারকে দলে নিয়েছে তারা। তাছাড়া সব থেকে ছোট ১৬ জনের স্কোয়াড গড়েও ইউপি বুঝিয়ে দিয়েছে যে, তারা একটা সুস্থির প্রথম একাদশ নিয়ে মাঠে🔯 নামতে চায়। ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর থেকেও তাঁদের গুণগত মানের দিকেই মনোযোগ ছিল ওয়ারিয়র্জের।
বিশেষ করে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত মুন্সিয়ানা দেখিয়েছে ইউপি। সোফি একলেস্টোন দীর্ঘদিন ধরেই ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর বোলার। দক্ষিণ আফ্রিকার শাবমিন ইসমাইল এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর ওয়ান ডে বোলার। তাঁর টি-২০ ক্রিকেটের বিশ্বব়্যাঙ্কিং ৯। তালিয়া ম্যাকগ্রা টি-২০'র এক নম্বর ব্যাটার। অ্যালিসা হিলি🍌 আইসিসি-র এক নম্বর ওয়ান ডে ব্যাটার। তাঁর টি-২০ ব়্যাঙ্কিং এই মুহূর্তে ৯।
তাছাড়া ভারতের দীপ্তি শর্মা এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর টি-২০ বোলার ও ২ নম্বর টি-২০ অল-রাউন্ডার। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, ফর্মে থাকা তারকাদের দলে নিতে ঝাঁপিয়ে𒐪ছে ইউপি ওয়ারিয়র্জ।
ইউপি ওয়ারিয়র্জ স্কোয়াড:-ভারতীয় ক্রিকেটার:-১. দীপ্তি শর্মা (অল-রাউন্ডার)- ২ কোটি ৬০ লক্ষ।২. দেবিকা বৈদ্য (অল-রাউন্ডার)- ১ কোটি ৪০ লক্ষ।৩. অঞ্জলি সর্বানি (বোলার)- ৫৫ লক্ষ।৪. রাজেশ্বরী গায়কোয়াড় (বোলার)- ৪০ লক্ষ।৫. শ্বেতা শেরাওয়াত (ব্যাটার)- ৪০ লক্ষ।৬. কিরণ নভগীর (ব্যাটার)- ৩০ লক্ষ।৭. লক্ষ্মী যাদব (উইকেটকিপার)- ১০ লক্ষ।৮. পার্শবী চোপড়া (অল-রাউন্ডার)- ১০ লক্ষ।৯. এস যশস্বী (অল-রাউন্ডার)- ১০ লক্ষ।১০. শিমরন শেখ (ব্যাটার)- ১০ লক্ষ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।