ওౠভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। শার্দুলের মতে, ওভালের পিচ ডব্লিউটিসি ফাইনালের জন্য প্রথম থেকেই পুরোপুরি প্রস্তুত ছিল না। এই পিচ ২০২১ সালে খেলা ম্যাচ থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনার জেনে রাখা দরকার যে ভারত ২০২১ সালে ইংল্যান্ড সফর করেছিল। এরপর স্বাগতিক দেশ ওভালে ১৫৭ রান🌼ে পরাজিত হয় এবং ওভালে হাফ সেঞ্চুরি করেছিলেন শার্দুল ঠাকুর।
এখন প্রশ্ন উঠছে যে, যে উইক🎃েটে শার্দুল ঠাকুর প্রায় ৩ ঘণ্টা ব্যাট করেছেন, ব্যাট হাতে হাফ সেঞ্চুরিও করেছেন, এছাড়াও যেই উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, সেই উইকেট নিয়ে শার্দুল ঠাকুর কী করে প্রশ্ন তুলতে পারেন? শার্দুল ঠাকুর কী করে বলতে পারেন যে এই উইকেটটি WTC💖 ফাইনালের জন্য প্রস্তুত নয়।
আরও পড়ুন… আল🔯িক আথানাজের নজির গড়ার দিনে আমিরশাহিকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ
আসুন বুঝে নেওয়ার চেষ্টা করি যে কেন শার্দুল ঠাকুর এমন কথা বললেন? আসলে ওভাল টেস্টের তৃতীয় দিনে হাফ সেঞ্চুরি করলেও শার্দুল ঠাকুর কিন্তু অসম ಞবাউন্সের কারণে হাতে দুবার আঘাত পান। তিনি অজিঙ্কা রাহানের সাথে ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাগ করে ভারতকে ২৯৬ রানে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন।
শার্দুল ঠাকুর বলেন, ‘পিচ খুব অন্যরকম লাগছে। শেষবার যখন আমরা ওভালে টেস্ট খেলেছিলাম, পিচ সাহায্য করেছিল। সকলেই জানত ইংল্যান্ডে মেঘলা অবস্থা থাকলে বল অবশ্যই সুইং হবে। অতীতে, দলগুলি খেলার গতির সঙ্গে সঙ্গে পিচ সমতল রাখতে রোলার ব্যবহার করত। কিন্তু এবার তেমন কিছু দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে পিচ ম্যাচের জন্য পুরোপুরౠি প্রস্তুত নয়। যেমনটা আমরা অন্যবার দেখেছি। এমনকি তৃতীয় দিনেও কিছু বল উপরে যাচ্ছিল আর কিছু নীচে থাকছি𝔉ল।’
আরও পড়ুন… W♍TC Final 2023: কেমন আছে রাহানের চোট, দ্বিতীয় ইনিংসে কি ব্যাট করতে পারবেন? আপডেট দিলেন অজিঙ্কা
ভারতীয় দলের এই অলরাউন্ডার আরও বলেন, ‘একপ্রান্ত থেকে বলটি ভালো লেন্থে পড়ার পর দ্রুত উঠছিল এবং অস্ট্রেলিয়ান পেসাররা🏅 তা ভালোভাবে ব্যবহার করেছিল। আমরা যদি একদিন আগের খেলা দেখি, তাহলে পিচের মেজাজ বদলে গেছে। বল ছাড়বে নাকি খেলবে তা সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছিলেন ব্যাটসম্যানরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের শটের জন্য যেতে হয়েছে।’
শার্দুল ঠাকুর বলেছেন, অস্ট্রেলিয়ার কাছে ২৯💫৬ রানে পিছিয়ে থাকলেও ভারত এখনও ম্যাচে রয়েছে। শার্দুল ঠাকুর বলেন, ‘ক্রিকেট একটি অদ্ভুত খেলা। আপনি কখনই বলতে পারবেন না সঠিক স্কোর কী? বিশেষ করে আইসিসির ফাইনালে। একটি ভালো পার্টনারশিপ এবং আপনি ৪৫০ বা তার বেশি তাড়া করতে পারেন। আমরা দেখেছি যে গত বছর ইংল্যান্ড এখানে চারশো রান তাড়া করেছিল এবং তারা খুব বেশি উইকেট হারায়নি।’
এই খবরটি আপনি পড়ত🙈ে পারেন HT App থেকেও। এবার HT App বℱাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।