বিরাট কোহলি অনেকটা ভিভ রিচার্ডসের মতো। এমনটাই মনে করেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার মাই💮কেল হোল্ডিং। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একাধিক প্রাক্তন ক্রিকেটার কোহলির আক্রমণাত্মক মেজ♔াজ নিয়ে আঙুল তুলেছেন। অনেকেই পছন্দ করছেন না বিরাটের আক্রমনাত্মক মেজাজকে। সেই তালিকায় এবার নতুন সংযোজন মাইকেল হোল্ডিং। তিনি মনে করছেন, ভারতীয় অধিনায়ক নিজেকে একটু নিয়ন্ত্রণে আনুক। কোহলিকে বিশেষ পরামর্শও দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার মাইকেল হোল্ডিং।
আগ্রাসনের বিষয়ে বিরাটকে তার কিংবদন্তী সতীর্থ ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন মাইকেল হোল্ডিং। এই ♈দুই ক্রিকেটারই মাঠে অতি আগ্রাসী ছিলেন এবং হোল্ডিং মনে করছেন, দলের স্বার্থে নিজেকে শান্ত রাখা উচিত কোহলির। এই নিয়ে একটি সাক্ষাৎকারে মাইকেল হোল্ডিংবলেছেন, ‘বিরাট কোহলি এমন একজন যিনি হৃদয় দিয়ে খেলেন। উনি এমন একজন যিনি আপনাকে তার অনুভূতি সরাসরি জানিয়ে দেবে। আমার মনে হয় উনি কখনও কখনও বেশিই আগ্রাসী হয়ে যান, কিন্তু বিরাট কোহল𝔉ি এমনই, উনি এরকমই।’
মাইকেল হোল্ডিং ভিভ রিচার্ডসের সঙ্গে বিরাটের তুলনা করে বলেন, ‘এইবিষয়ে উনি অনেকটা ভিভের মতই। কখনও কখনও, মাঠে ভিভ অতি আগ্রাসী হয়ে যেত। কিন্তু এই দুই ভদ্রলোকেদের ব্যক্তিত্ব এমনই।🔥 ওরা হয়ত নিজেদের একটু শান্ত করতে পারত, কিন্তু তারপরে, আপনি যদি মাসটাং হন তাহলে কোনও মাসটাংকে আটকে রাখা কঠিন। সে দৌড়াতেই থাকে।’
আগ্রাসনের বিষয়ে বিরাটকে তার কিংবদন্তী সতীর্থ ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন মাইকেল হোল্ডিং। এই দুই ক্রি﷽কেটারই মাঠে অতি আগ্রাসী ছিলেন এবং হোল্ডিং মনে করছেন, দলের স্বার্থে নিজেকে শাꦦন্ত রাখা উচিত কোহলির। এই নিয়ে একটি সাক্ষাৎকারে মাইকেল হোল্ডিংবলেছেন, ‘বিরাট কোহলি এমন একজন যিনি হৃদয় দিয়ে খেলেন। উনি এমন একজন যিনি আপনাকে তার অনুভূতি সরাসরি জানিয়ে দেবে। আমার মনে হয় উনি কখনও কখনও বেশিই আগ্রাসী হয়ে যান, কিন্তু বিরাট কোহলি এমনই, উনি এরকমই।’
ম✱াইকেল হোল্ডিং ভিভ রিচার্ডসের সঙ্গে বিরাটের তুলনা করে বলেন, ‘এইবিষয়ে উনি অনেকটা ভিভের মতই। কখনও কখনও, মাঠে ভিভ অতি আগ্রাসী হয়ে যেত। কিন্তু এই দুই ভদ্রলোকেদের ব্যক্তিত্ব এমনই। ওরা হয়ত নিজেদের একটু শান্ত করতে পারত, কিন্তু তারপরে, আপনি যদি মাসটাং হন তাহলে কোনও মাসটাংকে আটকে রাখা কঠিন। সে দৌড়াতেই থাকে।’|#+|
এরপর হোল্ডিং কোহলিকে শান্তহওয়ার পরামর্শ দেন, তিনি বলেছেন, 🌺‘ওনার অধিনায়কত্বের দিক থেকে, আমি ভারতকে কেবল দেখেছি ইংল্যান্ড ও দক্ষিণআফ্রিকা সফরে। যে বিষয়টি আমি বিরাটের ব্যাপারে বলতে চাই তা হল উনি যদি নিজেরমেজাজকে কমিয়ে রাখেন, তাহলে দল অনেকটাই নিশ্চিন্তে থাকবে। কারণদলের অধিকাংশই, আমার মনে হয়, চাপে থাকে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।