বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি ওভালের যে পিচে খেলা হবে সেটিতে কি ভারতীয় দলের ক্ষতি হবে নাকি উপক🍬ার হবে? ꦬতারই উত্তর দিলেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। এছাড়াও ওভাল পিচ নিয়ে কিছু গোপন কথা বলেছেন মাস্টার ব্লাস্টার সঙ্গে WTC ফাইনালে নামার আগে অনুশীলন ম্যাচ না খেলার জন্য রোহিত-বিরাটদের উপর একটু চটেছেন সচিন। আসলে সচিন তেন্ডুলকর বলেছেন যে অনুশীলন ম্যাচ খেলার চেয়ে ভালো অনুশীলন কিছু হতে পারে না।
আরও পড়ুন… মাহি চাইলে ভারতের হয়ে এখনও খে﷽লতে পারতেন- মহেন্দ্র সিং ধোনিꦯ প্রসঙ্গে ওয়াসিম আক্রম
ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ই তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পি𓆉য়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের আগে একটিও প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়াকে মানতে পারছ🍰েন না সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলা এবং কাউন্টি ক্রিকেট খেলা অনেক মূল্যবান হতে পারে। যদি অনুশীলন ম্যাচ না খেলা হয় তাহলে সেটি খুবই কার্যকর হতে পারে কারণ সেখানকার পরিস্থিতি ভিন্ন।’
আরও পড়ুন… WTC 2023 Final: আমি🦋ও পূজারার মতো ছিলাম, কেরিয়ারের শেষ দিকে-কোন প্রসঙ্গে বললেন কোচ ꦿদ্রাবিড়
কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর বলেছেন যে ওভালের পিচ স্পিনারদের জন্য অনুকূল হওয়ায় ভারত একটু আত্মবিশ্বাসেরꦿ সঙ্গে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে খেলতে নামবে। সচিনের মতে ভারতের কাছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা আছে যার ফলে টিম ইন্ডিয়া একটু এগিয়ে তাকবে। দুই গুণী স্পিনার রয়েছে বলে ভারত ওভালের পিচে একটু বেশি সুবিধা নেওয়ার জন্য তাকি♏য়ে থাকবে।
সচিন বলেন, ‘ভারতীয় দল খুশি হবে যে তারা ওভালে খেলতে যাচ্ছে। ওভালের পিচের প্রকৃতি এমন যে এটি ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ স্পিনারদের পক্ষে চলে যায়। সেজন্য স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।’ তেন্ডুলকর তার ওয়েবসাইট 100MBSports কে বলেছেন, ‘এটা জরুরী নয় যে সবসময় টার্নিং উইকেট প্রয়োজন। অনেক সময় স্পিনাররাও পিচ থেকে বাউন্সের সুযোগ নেয়। মেঘলা অবস্থায়ও তারা পিচ থেকে সাহায্য পেতে পারে এবং অনেকটা বলের চকচকে দিকের উপর নির্ভর করে। এই সমস্ত কারণে, ওভ🅰াল ভারতের জন্য একটি ভালো ভেন্যু।’
ভারত ২০২১ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৭ রানের জয় নথিভুক্ত করেছিল এবং তেন্ডুলকর বলেছিলেন যে এর থেকে ভালো স্মৃতি তাঁকে ভালো জায়গায় দাঁড় করাবে। তিনি বলেন, ‘অবশ্যই। আপনার যখন এই ধরনের ভালো স্মৃতি♋ থাকে, সেটি আপনার সঙ্গে লেগে থাকে। ভারতীয় দলের ভুলে গেলে চলবে না যে গতবার তারা এখানে দারুণ ফল পেয়েছিল। তারা ম্যাচ জিতেছে এবং আমি যেমন বলেছি ভালো স্মৃতি আপনার সঙ্গে দীর্ঘকাল থাকবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
একইভাবে, অস্ট্রেলিয়া ২০১৯ অ্যাশেজ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৫ রানে হে♕রেছিল কিন্তু তেন্ডুলকর বলেছিলেন যে অস্ট্রেলিয়ান দল খুব প্রতিযোগিতামূলক একটি দল। তিনি বলেন, ‘পরাজয় হজম করতে কিছুটা সময় লাগে কিন্তু অস্ট্রেলিয়া খুব ভালো দল এবং খুব ভারসাম্যপূর্ণ। তাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো মিশ্রণ রয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লꦛিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।