আর এক দিন পরেই অর্থাৎ ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩, যেখানে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া। টেস্টের সর্বোচ্চ শিরোপা হাতে হাতে হাত পেতে এবং বিশ্বের সেরা টেস্ট দল হিসেবে আবির্ভূত হওয়ার জন্য উভয় দলই শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের সংস্করণে, ভারত শীর্ষস্থানীয় সংঘর্ষে জায়গা করে নিয়েছিল কিন্তু সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে তাদের সুযোগ হারিয়েছে। ডিফেন্ডিং চ্যাম💦্পিয়নরা এবার তা আর ফ🎉াইনালে উঠতে পারেনি, তবে ভারত টানা দ্বিতীয়বারের মতো তাদের পথ তৈরি করতে সফল হয়েছে। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দল তাদের প্রথমবারের মতো WTC ফাইনাল খেলবে।
আরও পড়ুন… PCB-র হাইব্রিড মডেলে সায় নেই বাকিদের, অ🔴ভিমানে Asia Cup না খেলতে পারে পাকিস্তান-রিপোর্ট
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের 🐬চক্রতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রম সম্পর্কে কথা বলেছিলেন। তিনি টেস্ট বিশেষজ্ঞ চেতেশ্বর পূজারার বর্তমান ফর্ম এবং ইংলিশ মাটিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার তার সাম্প্রতিক অভিজ্ঞতা ভারতীয় দলকে কীভাবে উপকৃত করবে সে সম্পর্কেও আলোকপাত করেছেন।
আরও পড়ুন… ধাক্কা খেল পাকিস্তান! ২০২৩🧸 এশিয়া কাপে PCB-র দেওয়া হাইব্রিড মডেল প্র♊ত্যাখ্যান করল এই তিনটি দেশ
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিডিয়াকে সম্বোধন করার সময় দ্রাবিড় বলেছিলেন, ‘আমরা উত্তেজিত এবং এটির জন্য উন্মুখ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এখানে আসতে দুই বছর কঠোর পরিশ্রম হয়েছে। আপনি শীর্ষ দুটি দলে থাকতে চান যাতে আপনি এই ম্যাচটি খেলতে পারেন।’ পূজারাকে নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেন, ‘পূজারার সঙ্গে আমাদের শুধু ব্যাটিং নয়, অনেক বিষয়ে কথা হয়েছে কারণ তিন🍬ি সাসেক্সের অধিনায়ক। আইপিএল থেকে বাদ গিয়েও যে তাঁকে ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে সে বিষয়ে তিনি সচেতন ছিলেন। একক ফর্ম্যাটের খেলোয়াড় হওয়া সহজ নয়। আমার কেরিয়ারের শেষের দিকে আমি এমনই একজন ছিলাম।’
আরও পড়ুন… মাহি চাইলে ভারতের হয়ে এখনও খেলতে পারতেন- মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্꧙গে🍰 ওয়াসিম আক্রম
আসন্ন লড়া🍷ইয়ে অজিঙ্কা রাহানেকেও ভারতীয় দলে ফিরতে দেখা যাবে। অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান ২০২২ সালের জানুয়ারি থেকে ভারতের পরিকল্পনার বাইরে ছিলেন। কিন্তু মুম্বইয়ের হয়ে খেলার সময় রঞ্জি ট্রফিতে তাঁর দুর্দান্ত আউটিংয়ের পরে, সাদা-বলে (আইপিএল) তার অত্যাশ্চর্য প্রত্যাবর্তনের পরে তাঁকে ভারতের স্কোয়াডে জায়গা করে দিয়েছে। রাহানের অন্তর্ভুক্তি এবং ভারতের প্রস্তুতির কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সে একজন ভালো স্লিপ ফিল্ডার এবং ভারতকে যথেষ্ট সাফল্যের দিকে নিয়ে গেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অনেক টেস্ট খেলেছে। আমরা অনেক বেশি খেলেছি। আমি সামনে আরও টেস্ট খেলা দেখতে চাই। পরিসংখ্যান অনুসারে ইংল্যান্ডে সাধারণত গ্রীষ্মের শেষে ক্রিকেট খেলা হয়। উইকেট আরও ক্লান্ত এবং ভিন্ন। তবে আমাꦉদের এটির প্রতিক্রিয়া জানাতে হবে এবং আমরা আশা করি আমাদের কাছে সেই শক্তি এবং ক্ষমতা রয়েছে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবা👍র HT App বাংলায়। HT App ডাউনলোড করার ল𒁏িঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।