ইংল্যান্🌜ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও, দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এক ইনিংস এবং ৮৫ রানে লজ্জাজনক ভাবে হেরেছে তারা। আর প্রোটিয়াদের এই লজ্জাজনক হারের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প𒊎য়েন্ট টেবলেও। এক নম্বর জায়গা হারাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
প্রোটিয়ারা এক নম্বর জায়গা থেকে পা পিছলে গেলে, সুবিধে পেয়ে গিয়েছে অস্ট্রেল♈িয়া। তারা ফের শীর্ষে উঠে এসেছে। প্রসঙ্গত তাদের সরিয়েই দক্ষিণ💮 আফ্রিকা এক নম্বর জায়গা দখল করেছিল।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্টে ৩ দিনেই প্রোটিয়াদের হারাল ইংল্যান্ড, ম্যাচের সেরা স্ট🌠োকস
প্রথম দুই অবস্থান পাল্টালেও বাকি পয়েন্ট টেবলের কোনও পরিবর্তন হয়নি। ইংল্যান্ড জিতলেও সাত নম্বরেই রয়েছে তারা। ভারত রয়েছে চারেই। প্রসঙ্গত, এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিরুদ্ধে দജু'টি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩-এ ভারতকে এখনও মোট আরও ৬টি টেস্ট খেলতে হবে। তারা সর্বোচ্চ ৬৮.০৫ শতাংশ পয়েন্টে পৌঁছাতে সক্ষম হবে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন টেস্টের সিরিজও নির্ণায়ক হতে চলেছে। এই পরিস্থিতিতে,শীর্ষ-দুই-এ জায়গা নিশ্চিত করতে 𒁃হলে ভারতকে তাদের ছ'টি ম্যাচের সবগুলোই জিততে হবে এবং তাদের অন্যান্য দলের ফলাফলের উপরও নির্ভর করতে হবে।
আরও পড়ুন: এলগারকে ফিরিয়ে দুর্দা🐻ন্ত বিশ্বরেকর্ড অ্যান্ডারসনের, ম্যাকগ্রার নজির গেল বলꦑে
এই মুহূর্তে অস্ট্রেলিয়া ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে। ১টি হেরেছে। তিনটি ম্যাচ ড্র করেছে। পয়েন্টের শতকরা হার ৭০.০০। সেখানে ৯টি টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা ৬টি ম্যাচ জিতলেও ৩টিতে হেরেছে। তাদের পয়েন্টের শতকরা হার ৬৬.৬৭। চারে থাকা ভারত আবার ১২টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। সেখানে জিতেছে ৬টি ম্যাচ। ৪টিতে হেরেছে। ২টি ম্যাচ তারা ড্র করেছে। টিম ইন্ডিয়ার পয়েন্টের শতকরা হার ৫২.০৮। ভারত ঘরের মাঠে ছ'টি টেস্ট খেললেও, ছ'টিতেই জয় ছিনিয়ে নেওয়া সহজ বিষয় নয়। তব🍸ু খেলার মাঠে যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
এক নজরে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পি🥀য়নশিপের পয়েন্ট ট🌸েবল-
১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১০, জয়-৬, 🅠হার-১, ড🉐্র-৩, পয়েন্ট-৮৪, পয়েন্টের শতকরা হার- ৭০.০০
২) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৯, জয়-৬, হার-৩, ড্র-০, পয়েন্ট-৭২, পয়েন্টের শতকরা হার- ৬৬.ꦡ৬৭
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।