গত বছর আইপিএলের নতুন দল গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন হার্দিক পান্ডিয়া। আর দায়িত্ব নিয়েই প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। তবে গুজরাটে যোগ দেওয়ার আগে চোট আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। ভারতীয় দল থেকেও বাদ পড়তে হয় এই অলরাউন্ডারকে। কিন্তু গুজরাটকে চ্যাম্পিয়ন করার পর এবং দুর্দান্ত পারফরম্যান্স করার পর জাতীয় দলে কামব্যাকই শুধু নয়, অধিনায়কত্বও করেন তিনি। গত আইপিএলের পর নতুন এক হার্দিককে পায় ভারতীয় ক্রিকেট। তবে অধিনায়কত্ব খুব একটা সহজ ছিল না। চলতি সপ্তাহে গৌরব খান্নার 'জিকে মিটস জিটি'-এর একটি ওয়েব শোতে তা তিনি প্রকাশ করেন। তাঁর স্ত্রী নাতাসা স্টানকোভিচ হার্দিককে অধিনায়কত্বের দᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚায়িত্ব নিতে অনেক সাহায্য করেন বলে তিনি জানিয়েছেন।
'জিকে মিটস জিটি' শোতে গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, 'আমার স্ত্রী আমাকে বলে, আমি কী তা প্রমাণ করার জন্য আমার কাছে এটা একটা সেরা সুযোগ। ও আমাকে আরও বলে, মানুষ তোমার ক্রিকেটীয় দিকের কথা জানে না। মানুষ ভাবে তুমি একজন ব্যক্তি, যে ক্রিক💜েট খেলে মজা করে। কিন্তু মানুষ জানে না ♍তুমি এই খেলার সম্পর্কে কতটা জানো।'
গুজরাট টাইটানসের অধিনায়ক হয়ে ওঠা হার্দিক পান্ডিয়ার কাছে একটা বিরাট সুযোগ। সেই সুযোগ এনে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরা। কিছুদিন আগে আশিস হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক নিযুক্ত করার বিষয়ে বলেছেন। তবে এই অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়াও অܫধিনায়ক হয়ে ওঠার পেছনের গল্প সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, 'আমি একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি থেকে ফোন পেয়েছিলাম যারা আইপিএলে আসতে চলেছিল। সেই সময় আগে থেকে চিনি এমন একজনের সঙ্গেই আমি খেলতে চেয়েছিলাম। কারণ আমি আমার চারপাশে সব সময় এমন লোকদের পেয়েছিলাম যারা আমাকে চেনে। তাই আমি যখন আগে থেকে পরিচয় রয়েছে তাদের সঙ্গে খেলার সুযোগ পাই। আমি খুব খুশি হয়েছিলাম। নেহরা ভাই যখন আমাকে ফোন করে জানায় সে এই ফ্র্যাঞ্চাইজির কোচ হতে চলেছে, তখন আমি তাঁকে বলি, তুমি না থাকলে আমি এখানে খেলতাম না। তুমি এমন একজন যে, খুব ভালো করেই জানো। তুমি এমন একজন যে সব সময় আমার পাশে থেকেছো। আমি ফোন রাখার পর ওকে একটা মেসেজ করে বলি তুম🧸ি রাজি থাকলে আমি অধিনায়কত্বের দায়িত্ব নিতে রাজি আছি।'
হার্দিক পান্ডিয়া অধিনায়কত্বের দা꧃য়িত্ব গ্রহণের পর প্রথমবারেই তাঁর দল গুজরাট টাইটানসকে আইপিএল চ্যাম্পিয়ন করেন। কোচ আশিস নেহরার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সবাই জানে। এই বছরেও তাঁদের নেতৃত্বে গুজরাট টাইটানস খুব ভালোভাবে আইপিএল শুরু করেছে। গুজরাটের অধিনায়কত্ব হার্দিকের ক্রিকেট কেরিয়ারে অনেক পরিবর্তন এনেছে। ভারতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্বেরও দায়িত্বও সামলেছেন তিনি। ভার🌃তীয় দলের ভবিষ্যতের অধিনায়ক হিসাবে ধরা হচ্ছে তাঁকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।