কোহলির ঘাড🌸়ে বন্দুক রেখে বাকিদের আড়াল করতে চাইছেন ব🦂িসিসিআই সভাপতি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন।
কোহলি বেশ কিছুদিন ধরে ফর্মে নেই, এটা আলাদা করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। ক্রিকেটমহলে জোর চর্চা চলছে বিরাটকে নিয়ে। ক'দিন আগেই বোর্ড সভাপতি মন্তব্য করেন যে, কোহলিকেই তাঁর ব্যাডপ্যাচ কাটিয়ে ওঠার রাস্থা খুঁজতে হবে𓆏। এপ্রসঙ্🀅গে রশিদ প্রশ্ন তোলেন যে, একা কোহলিকে বলির পাঁঠা করে লাভ কি? গোটা ভারতীয় দলই তো ধারাবাহিকতার অভাবে ভুগছে।
প্রাক্তন পাক তারকা এক্ষেত্রে সাম্প্রতিক আইꩲসিসি ইভেন্টগুলিতে টিম ইন্ডিয়ার সার্ব𓂃িক পারফর্ম্যান্সের দিকে ইঙ্গিত করেন। তাঁর দাবি, কোহলি না হয় ব্যর্থ, তবে ভারতীয় দলের বাকিরাও তো তেমন কিছু করে দেখাতে পারছেন না।
আরও পড়ুন:- স্পনসরদের খুশি করতেই কোহলিকে বাদ দিচ্ছে না BCCI, বিস্ফোরক☂ অভিযোগ
নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, ‘আধুনিক ক্রিকেট সম্পূর্ণ আলাদা। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, কোহলি, রোহিত শর্মা, প্রত্যেকেরই কিছু দুর্বলতা রয়েছে। প্রযুক্তির জন্যই সেই দুর্বলতাগুলি তাড়াতাড়িই ধরা পড়ে যাচ্ছে। তা সত্ত্বেও ওরা নিজ🌠েদের খেলা বদলায়নি। কেন উইলিয়ামসনও কোহলির মতো পরিস্থিতি দিয়ে যাচ্ছে। শর্ট অফ লেনথ ডেলিভারি ওর একটা দুর্বলতা। ওদের সকলের প্রাথমিক দিকগুলোয় ফিরে যাওয়া উচিত। নিজেদের সেরা কোচের পরামর্শ নিয়ে দুর্বলতা ঢাকার চেষ্টা করা উচিত।’
আরও পড়ুন:- ‘আরাম করতে হলে IPL-এ করুন,’ ༺কোহলির প্রসঙ্গে আবার মুখ খু🅠ললেন কপিল দেব
সৌরভের মন্তব্য নিয়ে লতিফ বলেন, ‘তুমি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলছ, অথচ গোটা দল ধ𝕴ারাবাহিকভাবে জিততে পারছে না। তুমি বিরাট কোহলির ঘাড়ে বন্দুক রেখে বাকিদের আড়াল করতে চাইছ। তোমার ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-২০ বিশ্বকাপের দিকে তাকানো উচিত। বিরাট যখন পারফর্ম করতে পারছে না, বাকিরা তখন কী করছে?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।