আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল জিম্বাবোয়ে। চোট সারিয়ে দলে ফিরলেন ক্যাপ্টেন ক্রেগ এরভাইন। বিশ্বকাপের স্ক🧔োয়াডে কামব্যাক করেছেন চাতারা, মুজারাবানি, শ🐼ুমবা, ওয়েলিংটন মাসাকাদজার মতো তারকারা
এরভাইন হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য গত অগস্টের শুরু থেকেই মাঠের বাইরে ছিলেন। চোটের জন্য জাতীয় দলের বাইরে ছিলেন চাতার꧋া, মাসাকাদজা ও শুমবাও।
চাকাবভা, সিকন্দর রাজা, সিয়ান উইলিয়ামসরা জিম্বাবোয়ের বিশ্বকাপ দলে অটোমেটিক চ🧸য়েজ ছিলেন। ইভান্স, মুনিয়ঙ্গা, মাধেভেরেদের জায়গা পাওয়া নিয়েও কোনও সংশয় ছিল না।
১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে𒁃 পাঁচজন রিজার্ভ ক্রিকেটারের নামও ঘোষণা করেছেন জিম্বাবোয়ের নির্বাচকরা। স্ট্যান্ড-বাই হিসেবে তালিকায় নাম রয়েছে তানাকা শিবঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশি মারুমানি ও ভিক্টর নিয়াউচির।
জিম্বাবোয়েকে কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে হবে। তারা ১৭ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ১৯ অক্টোবর জি💫ম্বাবোয়ের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২১ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়াই চালাবেন সিকন্দর রাজারা।
বিশ্বকাপ শুরুর আগে ২টি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জিম্বাবোয়ে। ১০ অক্টোবর তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৩ অক্টোবর জিম্বাবোয়ে𝐆 অনুশীলনཧ ম্যাচ খেলবে নমিবিয়ার বিরুদ্ধে।
টি-২০ বিশ্বকাপের জন্য জিম্বাবোয়ের স্কোয়াড: ক্রেগ এরভাইন (ক্যাপ্টেন), রায়ান বার্ল, রেগিস চাকাবভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লিউক জংউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা, সিকন্দর রাজা, মিল্টন শুমবা ও সিয়ান উইলিয়ামস।
রিজার্ভ: তানাকা শিবঙ্গা, ইনোসেন্ট🥃 কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশি মারুমানি, ভিক্টর নিয়🎀াউচি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।