Disney + Hotstar, Amazon Prime সহ ১৫টি OTT অ্যাপ বিনামূল্যে! কীভাবে পাবেন জানুন
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2022, 09:46 PM IST আপনাদের সুবিধার 🍸জন্য, জিও ও বিএসএনএল-এর ১৫০ Mbps ব্রডব্যান্ড প্লꦬ্যানের বিবরণ দেওয়া হল।
আপনাদের সুবিধার 🍸জন্য, জিও ও বিএসএনএল-এর ১৫০ Mbps ব্রডব্যান্ড প্লꦬ্যানের বিবরণ দেওয়া হল।
বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারা (ISPs) তাদের ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে OTT সাবস্ক্রিপশন বান্ডিল করছে। বেশিরভাগ গ্রাহক বিনোদনের ক্ষেত্রে অনল🌠াইনে শিফট করছে। প্ল্যাটফর্মগুলির⛄ জনপ্রিয়তা ভারতে আকাশচুম্বী। ফলে একের পর এক ISP-গুলি বেশ কিছু OTT অ্যাড-অন প্ল্যান অফার করছে।
অন্যদিকে, ব্যবহারকারীরা উচ্চ-গতির প্ল্যানও চান। অনলাইনে পড়াশোনা, কাজ, গেমিং এবং বিনোদনের জন্য সব কটিই প্রয়োজন। আপনাদের সুবিধার জন্য, জিও ও বিএসএনএল-এর ১৫০ Mbps ব্রডব্যান্ড প্ল্যানের বিবরণ দেওয়া হল। এতে দ্রুত ইন্টারনেট স্পিডের পাশাপাশি প্রচুর OTT বেনিফিটও পাবেন। আরও পড়ুন : iPh🎀one 14 আসছে শীঘ্রই, iPhone 12 ও 13 এখন আরও সস্তা!
BSNL ১৫০ Mbps ব্রডব্যান্ড প্ল্যান
BSNL-এর ভারত ফাইবার কানেকশানের একটি প্ল্যানে OTT-র সু🗹বিধা পাবেন। ১৫০ Mbps স্পিড পাবেন। BSNL-এর সুপারস্টার প্রিমিয়াম প্লাস প্যাকের জন্য ৯৯৯ টাকা মাসিক খরচ। ২,০০০📖 GB ডেটা সীমা রয়েছে। এরপরে গতি ১০ Mbps-এ নেমে আসে।
সুপারস্টার প্রিমিয়াম প্লাস প্যাকে Disney+ Hotstar, Lions👍 Gate, Sony LIV এবং আরও বেশ কিছু OTT সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা তাঁদের প্রথম মাসের ভাড়ায় ৯০% পর্যন্ত ছাড় পেতে পারেন।