কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিপ্লব এনেছে ChatGPT। OpenAI-এর এই বট মানুষের জীবনযাত্রা আরও সহজ করে দেবে বলে ൲মনে করা হচ্ছে। আবার অনেকেরই যুক্তি, এটি𝄹 বহু জীবিকা কেড়ে নেবে। এই চ্যাটবটের ভালো-মন্দ নিয়ে বিতর্কের শেষ নেই।
কিন্তু এরই মধ্যে ২৩ বছর বয়সী এক যুবক ChatGPT-র মাধ্যমে $৩৪,৯১৩ ( ₹২৮.৬৯ লাখ) কামিয়ে নিয়েছেন। অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম Udemy-তে তাঁর নতুন কোর্সের মাধ্যমে বিপুল পরিমাণে টাকা উপার্জন করছেন ল্যান্স জাঙ্ক নামের এই যুবক। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর সেই কাহিনী। চ্যাটজিপিটি-কে কাজে লাগানোর পদ্ধতি নিয়ে রীতিমতো কোর্স সাজিয়ে সেটি বিক্রি করছেন এই যুবক। আরও পড়ুন: খাবারের ছবি তুলে দিলেই বলে দেবে রান্নার রেসিপি! বাজারে এল আরও ‘বুদ্ধিমান’ GPT-4
তিন মাসের মধ্যেই, তিনি 'ChatGPT Masterclass: A Co🐟mplete ChatGPT Guide for Beginners' নামের এই কোর্সে প্রায় ১৫ হাজারেরও বেশি পড়ুয়াকে🌱 রেজিস্টার করেছেন।
টেক্সাসের অস্টিনের ল্যান্স জাঙ্ক গত নভেম্বরে ChatGPT-র ব্যবহার শুরু করেন। তাঁর দাবি, শুরু থেকেই চ্যাটজিপিটি-র দুর্দান্ত ক্ষমতা দেখে তিꦅনি অবাক হয়ে যান। এই চ্যাটবট সবার কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলেন তিনি। তাঁর কথায়, 'চ্যাটজিপিটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একটু শেয়ার জায়গা রয়েছে।' তিনি বলেন, সবাই এই AI চ্যাটবꦍটকে ভয় পাচ্ছেন। কিন্তু তিনি এটি সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দিতে চান।
ল্যান্স কিন্তু চ্যাটজিপিটি-র সঙ্গে কোনওভাবে জড়িত নন। তিনি নিজে নিজেই, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই এর ব্যবহার শিখেছেন। তাঁকে সময় নিয়ে, অল্প অল্প করে চ্যাটজিপিটি-র সম্পূর্ণ ব্যবহার শিখতে হয়েছে। কিন𒈔্তু সবাইকে যাতে তা না করতে হয়, সেই কথা মাথায় রেখেই তিনি এই কোর্স তৈরি করেন।
সম্পূর্ণ কোর্সটি সাত ঘণ্টার। প্রথমে ChatGPT-র সাধারণ প্রম্পট লিখতে শেখানো হয়। তারপর ধীরে ধীরে ব্যবসা, পড়াশোনা এবং🌌 প্রোগ্রামারদের জন্য প্রম্পট লেখা শেখানো হয়। এই গাইডে এআই ইমেজ জেনারেটর DALL E-2-র সঙ্গে আঁকা তৈরি করারও টিউটোরিয়াল রয়েছে।
তিনি জানিয়েছেন, তাঁর পড়ুয়াদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তার মধ্যে কলেজের ছাত্র এবং কর্মরত পেশাদাররা রয়েছে৷ যদিও বেশিরভাগ শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের, কানাডা, ভারত এবং জাপানের শিক্ষার্থীরাও এই কোর্সে আকৃষ্ট হয়েছে। আরও পড়ুন: ChatGPT-র ভারতীয় ভার্সান আসতে পারে শীঘ্রই! আভাস দিলেন অশ্বিনী বৈষ্ণব