বিভিন্ন চাহিদার গ্রাহকের জন্য নানা ধরণের রিচার্জ প্ল্যান রয়েছে Reliance Jio-র। কিছু নির্দিষ্ট প্ল্যান অন্যান্যগুলির থেকে বেশি জনপ্রিয়। কিন্তু বেশ কিছু সাশ্রয়ী প্যাক রয়েছে Jio-র ভান্ডারে, যেগুলির ব্যাপারে সবাই জানেন না। তাছাড়া রিচার্জের সময়ে বিভিন্ন অফার দেখে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক।এই রিপোর্টে আমরা রিলায়েন্স জিও-র ২টি প্রিপেড প্ল্যানের বিষয়ে আলোচনা করব। একটি ৪৪৪ টাকার। অন্যটি ৫৯৮ টাকার।দুটি প্যাকের মধ্যে টাকার অঙ্কের পার্থক্য ১৫৪ টাকার। কিন্তু ভ্যালিডিটি ও দৈনিক ডেটা একই। তাহলে দুটোর মধ্যে ১৫৪ টাকার পার্থক্য কেন?জেনে নেওয়া যাক দুটি প্যাকের বিষয়ে :Reliance Jio 444 Rupees Prepaid Planরিলায়েন্স জিও-র এই অফারে ৪৪৪ টাকার রিচার্জে পাবেন দৈনিক ২ জিবি ডেটা। ভ্যালিডিটি ৫৬ দিনের। অর্থাত্ ব্যবহারকারী মোট ১১২ জিবি ডেটা পাবেন।সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কল ও দিনে ১০০টা করে এসএমএস। তাছাড়া জিওটিভি, জিও সিনেমা ইত্যাদি অ্যাপের সাবস্ক্রিপশান পাবেন। তবে, এগুলি বাদে অন্য কোনও সুবিধা পাবেন না।এই প্যাকটি Jio ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়ও বটে। Reliance Jio 598 Rupees Prepaid Planঅন্যদিকে এই প্যাকের ভ্যালিডিটিও ৫৬ দিনের। দৈনিক ২ জিবি ডেটা। সঙ্গে পাবেন আনলিমিটেড কল ও দিনে ১০০টা করে এসএমএস। তাছাড়া জিও-র বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশান পাবেন।সবকিছুই তো এক মনে হচ্ছে। তাহলে ৪৪৪ টাকার প্যাকের সঙ্গে এর পার্থক্য কোথায়?>>> এই প্যাকে পাবেন Disney+Hotstar-এর ১ বছরের সাবস্ক্রিপশান। তাই সিনেমা-টিভি সিরিজ দেখতে চাইলে এটা একটা ভাল অপশন। রিচার্জের সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন OTT-র সুবিধাও। সেক্ষেত্রে এটি যে বেশ সাশ্রয়ী তা বলাই যায়।