🧔 UPI দিয়ে অনলাইন পেমেন্টের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিকে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সাইবার ক্রাইমের সংখ্যাও সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। ফলে এই UPI লেনদেন করতে গিয়েই আপনিও পড়তে পারেন কোনও প্রতারণা চক্রের ফাঁদে। সেই কারণে UPI ব্যবহার করে অনলাইন পেমেন্ট করার সময় কিছু সাবধানতা বজায় রাখা প্রয়োজন।
স্ক্রিন লক: স্মার্টফোন থাকলেই তাতে স্ক্রিন লক দেওয়াটা আবশ্যিক। আপনার ফোনে 'গোপন মেসেজ' থাকুক আর না-ই থাকুক, অনলাইন লেনদেন করলে ফোনে স্ক্রিন লক রাখতেই হবে। আর এই লকই কার্যকর হয় UPI লেনদেনের অ্যাপে। ফলে এটুকু করলেই আপনার ফোন অনেক বেশি সুরক্ষিত হয়ে যাবে। ফোন চুরি হলে অন্তত প্রথম ১-২ ঘণ্টা এটি নিয়ে চিন্তা করতে হবে না। অন্য ডিভাইস থেকে অ্যাকাউন্টগুলি ডিঅ্যাকটিভেট করে নিতে পারবেন। আরও পড়ুন: UPI ছেড়ে কি লোকে আদৌ RBI-এর ডিজিটাল টাকা e- ₹R ব্যবহার করবে?
পিন শেয়ার করবেন না:🧸 মেসেজেও কখনই ফোনের পিন শেয়ার করবেন না। অনেকক্ষেত্রে প্রযুক্তি জ্ঞানে পিছিয়ে থাকা ব্যক্তিদের প্রতারকরা ফোন করে ব্যাঙ্ক বা UPI অ্যাপের প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছেন। এরপর তাঁদের UPI অ্যাপের পিন জানাতে বলছেন। এমনটা করলে সঙ্গে সঙ্গে ফোন কাটুন। পুলিশে অভিযোগ দায়ের করুন। ব্যাঙ্ক, UPI সংস্থা কখনই আপনার সঙ্গে ফোনে বা মেসেজ/মেইল-এ এত কাজ করবে না।
অজানা লিঙ্কে ক্লিক করবেন না:🐼 কোনও অলনাইন শপিং ওয়েবসাইটের মেইল/SMS এল। তাতে দুর্দান্ত সেলের অফার। সঙ্গে লিঙ্ক দেওয়া। এমনটা দেখলেই সাবধান হয়ে যান। অনেক সময়ে প্রতারকরা আমাজন-ফ্লিপকার্টের প্রোমোশনাল মেসেজের আড়ালে এমন ফাঁদ পাতে। লিঙ্কে ক্লিক করলেই পেমেন্ট রিকোয়েস্ট, এমনকি কোনও ম্যালওয়্যার, থার্ড পার্টি অ্যাপ ইনস্টল হতে পারে স্মার্টফোনে। একইভাবে একেবারে সন্দেহজনক কোনও ফোন নম্বর থেকে কল এলে ধরবেন না।
একাধিক পেমেন্ট অ্যাপ রাখবেন না: ღবিশেষজ্ঞরা বলছেন, একাধিক পেমেন্ট অ্যাপের কোনও প্রয়োজন নেই। যে কোনও একটি বিশ্বস্ত এবং সুপরিচিত পেমেন্ট অ্যাপ, যেমন গুগল পে, ফোন পে, পেটিএম, ভারতপে ইত্যাদির মধ্যে থেকে বেছে নিন। অফারের লোভে নতুন, অজানা পেমেন্ট অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।
পেমেন্ট করার সময়ে সতর্ক থাকুন: ൩নগদে টাকা দেওয়ার সময়ে অনেকেই ১০টাকার বদলে ২০ টাকার নোট, একটির বদলে দুইটি নোট দেওয়ার মতো ভুল করে ফেলি। UPI-তেও কিন্তু এমন উদাহরণ কম নয়। ২,০০০ টাকা পাঠাতে গিয়ে একটি শুন্য বেশি পড়ে গেলেই কিন্তু অনেক টাকা গচ্চা যাবে। সেই টাকা আবার ফেরত নেওয়াও ঝামেলা। তাই কত টাকা পেমেন্ট করছেন, তা বারবার সতর্কভাবে দেখে নিয়ে তবেই সেন্ড করুন।
পেমেন্ট রিকোয়েস্ট থেকে সাবধান: অনেক সময়ে প্রতারকরা হঠাত্ করে ইলেকট্রিক বিল, EMI-এর আকারে UPI অ্যাপের পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। তাই কোনও অজানা পেমেন্ট রিকোয়েস্টে কখনই ক্লিক করবেন না। 𓃲আরও পড়ুন: PhonePe: মন্দার বাজারেও ২,৮০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ তুলল ফোনপে
🍌এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক