ফোনে অনেকেই বন্ধুদের থেকে Wi-Fi হটস্পট নেন। আবার অনেকের বাড়িতে ওয়াইফাই থাকে। সেটাই ফোনে ব্♏যবহার করেন। কিন্তু কিছু ক্ষেত্রে Wi-Fi-এর স্পিড কম হয়।
কিছু বেসিক জিনিস করলেই ফোনের Wi-Fi কানেকশান আরও ভাল করা যায়। জেনে নিন কীভাবে সেটা করবেন। রইল ৬টি এཧকেবারে সহজ টিপস। ট্রাই করে দেখুনই না!
১. রিস্টার্ট করুন
ফোনের শাট ডাউন করে আবার অন করুন। এটুকু করল꧃েই অনেক সময়ে Wi-Fi সংযোগ আরও সুষ্ঠ হয়।
২. ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করুন
ওয়াই-ফাই সমস্যা করলে, রাউটার আগে অফ করে দিন। এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। চাইলে রাতে ঘুমনജোর পুরো সময়টা অফ করেও রাখতে পারেন।
এরপর রাউটার পুনরায় স্টার করুন।
৩. আরও কাছাকাছি, আরও কাছে আসুন
হ্যাঁ। ওয়াইফাই হটস্পট, 🦂রাউটারের কাছাকাছꦯি আসুন। আপনার ডিভাইস ও ওয়াইফাইয়ের উত্সর মধ্যে দূরত্ব, বাধা কম রাখুন।
৪. নতুন করে ফোনের ওয়াইফাই অ্যাড করুন
চাইলে একবারও ফোনে সেভ করা ওয়াইফাই ডিলিট করে তিন। Forget বলে একটা অপশন আছে। সেটি ব্যবহার করবেন। এবার নতুন করে ও༺য়াইফাই-টি অ্যাড করুন।
৫. রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন
রাউটারের ওয়েবসাইট থেকে ফার্মওয়্যার আপডেট করে নিন। সাধারণত এতে সুবিধা হয়♐।
৬. রাউটার কেনার সময়ে ভালো দেখে কিনুন
রাউটার কেনার সময়ে তার রিভিউ দেখে নিন। আপনার বাড়ꦆি কতটা বড়, কতটা দূর থেকে ব্যবহার করা হবে🃏, সে বিষয়ে নজর রেখে তবেই রাউটার কিনুন।