ব্র্যান্ড মূল্যে ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে, বিশ্বের প্রথম কোম্পানি হয়ে উঠেছে অ্যাপল। যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কান্তরের ব্র্যান্ডজ গ্লোবাল র্যাকিংয়ে এমনটাই দেখা গিয়েছে। এদিকে, অ্যাপল𒉰 ও মাইক্রোসফ্ট, বিশ্বের এক নম্বর প্রযুক্তি কোম্পানি হতে চায় দুজনেই। তাই অ্যাপল ও মাইক্রোসফটের মধ্যে ক্রমাগত লড়াই চলছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হওয়ার দৌড়ে অ্যাপলকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল মাইক্রোসফট। আবার, অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে, আর মাইক্রোসফ্টকে শীর্ষ অবস্থান থেকে এক ধাক্কায় সরিয়ে দিয়েছে। আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে খুব সক্রিয়। আর বর্তমান টেক বা♋জারও কৃত্রিম বুদ্ধিমত্তার দিকেই ঝুঁকছে।
ব্র্যান্ড মূল্যের দিক থেকে কত নম্বরে মাইক্রোসফ্ট
অ্যাপলের পরে, অ্যালফাবেটের গুগল ৭৫৩ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং মাইক্রোসফ্ট ৭১৩ ব🌸িলিয়ন ডলার নিয🐟়ে তৃতীয় স্থানে রয়েছে।
সর্বোচ্চ বাজারমূল্য ধরে 𝓰রাখার দৌড়ে কতটা এগিয়ে অ্যাপল
অ্যাপলের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। এর শেয়ারগুলি প্রায় চার শতাংশ লাফিয়ে একটি রেকর্ড ২১৫.০৪ মার্কিন ডলারে পৌঁছে পৌঁছে গিয়েছে, এরপর এখন কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ৩.২৫ ট্রিলিয়ন ডলারে। সেই তুলনায়, মাইক্রোসফটের বাজার মূলধন এথন ৩.২৪ ট্রিলিয়ন ডলার। পাঁচ মাসের মধ্যে এই প্রথম অ্যাপল থেকে পিছিয়ে পড়েছে সংস্থাটি। অন্যদিকে অ্যাপল কোম্পানির শেয়ার বৃদ্ধির কারণও বলা হচ্ছে মূল্যস্ফীতির অভাব। এসব সংকেতের কারণে কোম্পানিটির শেয়ার রেকর্ড উচ্ꦆচতায় পৌঁছেছে।
আরও পড়ুন: (Sundar Pichai: প্রায় এক বছরের বেতন দিয়ে ছেলꦫের আমেরিকার টিকিট কেটেছিলেন বাবা! আজ সেই ছেলে গুগলের সিইও)