আপনি গুগল প🍸ে (Google Pay) ব্যবহার করেন? তাহলে কয়েক মিনিটের মধ্যে পেয়ে যেতে পারেন এক লাখ টাকা? সেটা অবশ্য ‘পার্সোনাল লোন’ হিসেবে পাবেন। ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্মের যে ব্যবহারকারীরা ঋণ পাওয়ার যোগ্য হবেন, তাঁদেরই সেই সুবিধা প্রদান করা হবে।
গত সোমবার গুগল পে'তে ‘পার্সোনাল লোন’ চালু করার ঘোষণা করেছে ক্রেডিট প্ল্যাটফর্ম ডিএমআই ফাইনান্স প্রাইভেট লিমিটেড। সংস্থ𝓀ার তরফে জানানো হয়েছে, ডিএমআই ফাইনান্সের তরফে যে মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, সেই মাপকাঠির ভিত্তিতে যাঁরা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরা ঋণ পাবেন। গুগল পে'র মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে সেই ঋণের টাকা জমা পড়বে। অর্থাৎ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে গুগল পে'র মাধ্যমে। রিয়েল টাইমে তাঁদের🔜 আবেদন প্রক্রিয়া চলবে।
সর্বাধিক এক লাখ টাকা পর্যন্ত ঋণ
ঋণপ🅰িছু সর্বাধিক এক লাখ টাকা দেওয়া হবে। যা সর্বাধিক ৩৬ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। প্রাথমিকভাবে দেশের ১৫,০০০ টি পিনকোডে সেই সুবিধা মিলবে। অর্থাৎ সেখানকার যে গুগꦦল পে ব্যবহারকারীরা ঋণ পাওয়ার যোগ্য, তাঁরা ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে টাকা পেয়ে যাবেন।
বিষয়টি নিয়ে ডিএমআই ফাইনান্স প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘ভারতে গুগল পে'তে আমাদের পার্সোনাল লোন প্রোডাক্ট চালু করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। বিশ্বমানের প্রতিষ্ঠ🍒ানের সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে ক্রমবর্ধমান গ্রাহক শ্রেণিকে সেরা ডিজিটাল ক্রেডিটের অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করে ডিএমআই ফাইনান্স প্রাইভেট লিমিটেড। লাখ-লাখ গুগল পে ব্যবহারকারীদের স্বচ্ছ এবং বিরামহীন পরিষেবা দিতে বদ্ধপরিকর আমরা।’