শীঘ্রই নতুন গেম আনছে PUBG-র পেরেন্ট সংস্থা Krafton Inc. । তার নামও ঘোষণা করল সংস্থা। ভারতীয় গেমারদের কথা মাথায় রেখে এই নয়া গেমের নাম রাখা হয়েছে Battlegrounds Mobile India ।কেমন হবে নতুন গেম?সূত্রের খবর, নতুন গেমটি হবে PUBG-র মতোই। অর্থাত্ অনলাইন, মাল্টিপ্লেয়ার। নতুন গেমের মাধ্যমেই PUBG প্রেমীদের আবার ফিরে পেতে মরিয়া সংস্থা।শুধু তাই নয়, আগের মতোই আবার একটা ই-স্পোর্টসের পরিবেশ ফিরে পেতে চাইছে সংস্থা। অর্থাত্ শুধুমাত্র ভারতীয়দের জন্য টুর্নামেন্ট, লিগ-এর ব্যাটেল রাখা হবে নতুন ফরম্যাটের উপর ভিত্তি করে।দক্ষিণ কোরিয়ার সংস্থা Krafton জানিয়েছে, ভারতের বিভিন্ন অ্যাপ স্টোরে আসার আগে একটি প্রি রেজিস্ট্রেশন পিরিয়ড চলবে। শুধুমাত্র ভারতীয় গেমাররাই এই গেমটা খেলতে পারবেন।ডেটার সুরক্ষায় অগ্রাধিকারব্যবহারকারীর তথ্য চুরি করে থার্ড পার্টিকে দেওয়ার অভিযোগে গত বছর প্রায় ২০০টি অ্যাপ ব্যান করে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে ছিল PUBG-ও।যদিও এবার সে বিষয়ে অনেকটাই সতর্ক সংস্থা। Krafton-এর আশ্বাস, 'আমাদের কাছে এখন প্রাইভেসি আর ডেটা অগ্রাধিকার। আমরা যাতে ডেটার সুরক্ষা সুনিশ্চিত করা যায়, সেদিকেই মনোনিবেশ করছি।'ভারতে টিম তৈরী করছে সংস্থাএর আগেই ভারতে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছিল সংস্থা। ভারতেই ফুল ফ্লেজড অফিস, টিম তৈরী করবে বলে জানিয়েছে সংস্থা। ইতিমধ্যে সেই উদ্দেশ্যে হায়ারিং-ও শুরু হয়ে গিয়েছে।প্রসঙ্গত, PM Cares Fund-এ করোনা মোকাবিলায় ১.৫ কোটি টাকা অনুদানও দিয়েছে Krafton Inc. ।