ভারতে হ্যাচব্যাক গাড়ির চাহিদাই সবচেয়ে বেশি। দাম ক❀ম, মাইলেজও ভালো। তাছাড়া এখন বেশিরভাগ পরিবারই ছোট। ফলে খুব বড় গাড়ির প্রয়োজনও নেই। ছোট গাড়ি চালানো, পার্কিং করাও সহজ।
আপনারও কি 🌃নতুন গাড়ি কেনার পরিকল্পনা আছে? কিন্তু বেশি খরচ করতে চাইছেন না? চিন্তা নেই, কম দা🦄মের মধ্যেই পাবেন এই ৩টি হ্যাচব্যাক গাড়ি। দাম ৪ লক্ষ টাকার মধ্যেই।
Maruti Alto
দুই দশক ধরে ভারতের বাজারে রয়েছে এই গাড়ি। দাম ৩.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Maruti Suzuki Alto-তে 0.8-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েꦛছে। এটি ৪৭bhp এবং ৬৯Nm টর্ক জেনারেট করে।
সিএনজি অপশনও পাবেন। সিএনজি-তে মাইলেজ ৩১ কিলোমিটারের বেশিꦜ।
পাবেন ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, সামনে এবং পিছনের বোতল হোল্ডার, পাওয়ার উইন্ড𓆏✱ো, রিমোট কি-লেস এন্ট্রি এবং সামনে ডুয়াল এয়ারব্যাগ। রয়েছে প্রিমিয়াম ডুয়াল টোন ড্যাশবোর্ডও।
Maruti Suzuki S-Presso
মারুতি সুজুকি এস-প্রেসোর দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। থ♔াকছে 1.0-লিটার 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এটি 67bhp/90Nm জেনারেট করে। অল্টোর মতোই, এটিও সিএনজি অপশনে পাওয়া যাবে। এটিতেও ৩১ কিলোমিটারের বেশি মাইলেজ পাবেন।
ফিচার্সের তালিকায় সেন্ট্রাল মাউন্টেড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মারুতি স্মার্ট প্লে স্টুডিয়ো-সহ টাচস্ক্রিন সিস্টেম, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ইউএসবি এবং ১২-ভোল্ট সুইচ, স্টিয়ারিং মাউন🌄্ট কন্ট্রোলের মতো সুবিধা রয়েছে।
Datsun redi-GO
ডাটসুন রেডি-গো হ্যাচব্যাকের দাম ৩.৮৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এতে ০.৮ লিটার এবং🌞 ১ লিটার পেট্রোল🌟 ইঞ্জিন থাকছে। ২২ kmpl পর্যন্ত মাইলেজ পাবেন।
এলইডি ডিআরএল, এলইড🔴ি ফ্রন্ট ফগ ল্যাম্প, ডিজিটাল ট্যাকোমিটার, নতুন ডুয়াল-টোন ১৪-ইঞ্চি হুইল কভার, অ্যান্ড্রয়েড অটো এ🅰বং অ্যাপল কারপ্লে সহ ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং কি-লেস এন্ট্রির মতো ফিচার্স পাবেন।